Change Passenger Name Irctc E-Ticket : যাত্রী দের সুবিধে দিতে ভারতীয় রেলের বড়োসড়ো পদক্ষেপ। যদি কোনো কারনে যাত্রীর যাত্রাপথ পরিবর্তন হয় , তাহলে তিনি নির্ধারিত , নিজের নামের টিকিট টি অন্য নাম পরিবর্তন করতে পারবেন। শুধুই যাত্রীর নাম নয় পরিব্রতন করার সুযোগ থাকছে স্টেশনেরও ৷ তবে কেবলমাত্র ই-টিকিটের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা মিলবে বলেই জানা গিয়েছে ৷ এই জন্য রেলওয়ের বুকিং সেন্টারে যেতে হবে ৷ যাত্রাপথ অর্থাৎ যে যে স্টেশনের মধ্যে যাত্রীর নাম পরিবর্তিত হচ্ছে তা নথিভুক্ত করতে হবে ২৪ ঘণ্টা আগেই ৷
জেনে নিন কিভাবে নাম এবং বোর্ডিং স্টেশন চেঞ্জ করবেন ?
1.রেলওয়ে কাউন্টারের মাধ্যমে, বুকিংয়ের জন্য প্রযোজ্য রেলওয়ে নিয়ম অনুযায়ী রেলওয়ে রিজার্ভেশন অফিসার যাত্রী থেকে অনুরোধের ভিত্তিতে বোর্ডিং স্টেশন এবং যাত্রীদের নাম পরিবর্তন করতে পারে।
2.ট্রেনের নির্ধারিত প্রস্থানে নিকটতম রেল রিজার্ভেশন অফিসে 24 ঘন্টা পূর্বে যাত্রী ই-টিকেটে নাম পরিবর্তন করার অনুরোধ করতে হবে।
3. রেলওয়ে ই-টিকিট যাত্রী পরিবারের অন্য সদস্যের কাছে হস্তান্তর করা যেতে পারে – বাবা, মা, ভাই, বোন, ছেলে, মেয়ের, স্বামী ও স্ত্রী।
4.যাত্রীকে অবশ্যই ‘ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ’ প্রিন্ট আউট, ছবির পরিচয়পত্র সহ মূলত এবং নতুন যাত্রীর সাথে রক্ত সম্পর্কিত সম্পর্কের একটি প্রমাণ আনতে হবে।
5. ট্রেনের নির্ধারিত প্রস্থানের 24 ঘন্টা পূর্বে যাত্রীটির নাম পরিবর্তনের জন্য অনুরোধে অনুরোধ করার জন্য আইআরসিটিসি একজন যাত্রীকে দায়িত্ব এবং যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব পালন করার অনুমতি দেয়। তবে, এই ধরনের অনুরোধ শুধুমাত্র একবার দেওয়া যেতে পারে।
রেল দপ্তর সূত্র খবর , এই পরবর্তন যাত্রীদের অনেক সুবিধে হবে। তবে কেবলমাত্র ই-টিকিটের ক্ষেত্রেই এই বিশেষ সুবিধা মিলবে বলেই জানা গিয়েছে ৷
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
আমাদের এই পোস্ট Change Passenger Name Irctc E-Ticket ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।