পাঁচ লক্ষ লোন নিয়ে শোধ করুন সাড়ে তিন লক্ষ ,বাকি দেবে রাজ্য সরকার।

Muktodhara Scheme In West Bengal : পশ্চিমবঙ্গ সরকার তার রাজ্যের বেকার সমস্যা দূর করার জন্য নুতুন একটি প্রকপ্ল চালু করতে চলেছে , তার নাম “মুক্তধারা “। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বরাবরই ব্যাতিক্রমী প্রকল্প সূচনা করে থাকেন। উনার “কন্যাশ্রী প্রকল্প” দেশ তথা আন্তর্জাতিক মঞ্চে বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। রাষ্ট্রপুঞ্জ থেকে স্বীকৃতি মিলেছে এই প্রকল্পের জন্য। তাই এবার শিক্ষা স্বাস্থ্যের পাশাপাশি বেকার সমস্যা দূর করতে এই বিশেষ প্রকল্প সূচনা শুরু করতে চলেছেন তিনি। ।

এই “মুক্তধারা প্রকল্প” কেবল মাত্র গ্রামের মহিলাদেরই জন্য।

muktodhara scheme in west bengal

যে সমস্ত গ্রামীণ মহিলারা স্বনির্ভর হতে চান , তাদের সরকার ৫ লক্ষ্য টাকা লোন দেবে। ওই লোনের শুধুমাত্র সাড়ে তিন লক্ষ্য টাকা শোধ করতে হবে , ওই মহিলা কে বাকি দেড় লক্ষ্য টাকা সরকার শোধ করে দেবে।

পাঁচ লক্ষ লোন নিয়ে শোধ করুন সাড়ে তিন লক্ষ ,বাকি দেবে রাজ্য সরকার।
online total guide

সম্প্রতি একটি মেলা উদ্বোধন করতে গিয়ে,এমনটাই জানিয়েছেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে। ক্রেতা ও সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পান্ডে মহাশয়ের কথা অনুযায়ী , ‘স্বনিযুক্ত প্রকল্পের মাধ্যমে দরিদ্র মহিলারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারে। এই টাকার দেড় লাখ টাকা পর্যন্ত গ্রহীতাকে শোধ করতে হবেনা।’ এরসাথে আরো সুখবর এই যে, সাড়ে তিন লাখ টাকা শতকরা ২% হারে শোধ করলেও হবে।

muktodhara scheme in west bengal

এই প্রকল্পটি গ্রামীন মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু করা হচ্ছে ,সরকারের অনুমান এতে প্রায় দুই কোটি নাগরিক এই প্রকল্পের সুবিধে পাবেন।

তবে এই মুক্তধারা প্রকল্পের চিন্তাভাবনা আজকের নয় , এটি জুন ২০১৬ থেকে চালু হওয়ার কথা ছিল। তবে এই প্রকল্প কবে থেকে চালু হবে , তা এখনো জানা যায়নি।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

41 thoughts on “পাঁচ লক্ষ লোন নিয়ে শোধ করুন সাড়ে তিন লক্ষ ,বাকি দেবে রাজ্য সরকার।”

    • Loan at Jonno application korache boibank dai ne sorkar Boro Boro batela dai tader relative Der sohogogita kora gorib Der Kobe korbe lone Pete gale juto noi pa o 6era jai. Uluberia

      Reply
  1. আমার খুব তারাতারি 300000/- লোন লাগবে,যদি কোনো রকম সুযোগ থাকে বলবেন দয়াকরে।।

    Reply
  2. Ami Boro loan frozen Vignesh purbo
    Amar kashyap jyotish Mani nahi
    Tie Dinesh kuthe pehchana plea Amma ke loan chai

    Reply
  3. কোথায় কিভাবে আবেদন করা যাবে? লোন পেতে সরবাধীক কতদিন সময় লাগবে?

    Reply
  4. I want lone 500000 Name Taimur Hossain village Nash Tola. po _ chari ananto pur. PS_ kalia chak. Dist_ Malda. Pin_ 732201, Mob _ 8170805779 .

    Reply
  5. আমার 500000 লাখ টাকা লোন দরকার আমি 3 থেকে 4 টে ব্যাংকে গেছি কিন্তু  কোনো লাভ হয়নি কোনো ব্যাংক টাকা দিতে চাইছেনা কিন্তু  কেন জানিনা এদিকে নেটে ও টিভি তে এড দেখছি প্রধান মনএী আবাস জজনা ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানারজী সামিবিবেকান্দ সনির ভার গষ্টি ও বেকার যুবক যুবতী লোন দিচ্ছে কিন্তু  কথায় কোনো জাগাই দিচ্ছে না

    Reply
  6. আমার 5 লক্ষ টাকা লোন লাগবে কিভাবে এপ্লাই করব

    Reply
  7. আমি একটা মুরগির farm। করতে চাই সেই জন্য লোন টা বিশেষ প্রয়োজন

    Reply
  8. আমার ছোট খাটো কাপড়ের দোকান আছে আমি আমার এই ছোট ব্যবসা কে আগে বাড়ানোর জন্য আবেদন।

    Reply
  9. আমি 500000টাকা লন পেতে কি কি করতে হবে আপনারা উপায় বলেছেন খুব ভালো হয়

    Reply
  10. আমি 5.00.000 টাকা লোন নিতে চাই
    আমার চা দোকান আছে আরো এই ব্যাবসা বরো করার জন্য লোন নিতে
    চাই কীভাবে যোগাযোগ করব
    9382217749

    Reply

Leave a Comment