মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বরাবরই মানুষের স্বার্থ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন , নতুন বছরের শুরুতে নব সংযোজন কৃষক দের জন্য কৃষক বন্ধু – Krishok Bondhu।
এই প্রকল্পে কৃষক রা পাবেন দুটি সুযোগ এবং উপকৃত হবেন রাজ্যের প্রায় ৭২ লক্ষ কৃষক। বর্ষ বরণের বিকেলেই নবান্ন থেকে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
বহু আগেই কৃষি জমিতে খাজনা মকুব করে দিয়েছে রাজ্য সরকার। এ ছাড়া মিউটেশন ফি’র ক্ষেত্রেও কৃষকরা বিশেষ ছাড় পান। এবার এই কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষক দের মুখে আরো হাসি ফোটাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেকেই আবার প্রকল্পের সঙ্গে মিল পাচ্ছেন তেলেঙ্গানায় চন্দ্রশেখর রাও-এর ‘রিথু বন্ধু’ প্রকল্পের।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
Krishok Bondhu প্রকল্প টি কি ?
কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু (দুর্ঘটনা, রোগে বা স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য) হলে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে মৃতের পরিবার। এছাড়া প্রতি একর জমির জন্য দু’দফায় ৫ হাজার টাকা পাবেন কৃষকেরা।
পয়লা জানুয়ারি থেকে এই প্রকল্প চালুর কথা ঘোষণা করা হলেও, ১ ফেব্রুয়ারি থেকে কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে তা লাগু হবে ১ জানুয়ারি থেকে।
আপনার যদি জমি না থাকে অর্থাৎ আপনি যদি ভাগচাষী হয়ে থাকেন , তাহলেও আপনি সরকারি অনুদান পাবেন এবং ১ একর এর কম জমি থাকলেও আপনি ১০০০ টাকা অনুদান পাবেন প্রতি বছর।
এই প্রকল্পের জন্য প্রতিবছর বেশ কয়েক হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যখাতে খরচ কমিয়ে কৃষি দফতরকে এই খাতে টাকা দেওয়া হবে।
আবেদন পত্র পূরণ পদ্ধতি জানতে নিচের ভিডিওটি দেখে নিন।
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
Nice
Nice
Thank you.
Krishok bondhu o bangla sasha bima ki ek?
no
Na
Krishok Bandhu Application Date19/12/19.
No:005141566205566220
I Do not Received money.
What can I do ?
Pl.help me.
Sir if I have less than 1 acre land can i get the facility of krishok bondhu prokolpo??
Yes! as per govt notification you will get facility.
খুব ভালো লাগলো।
Thank You
If i have less than 1 acre of land then can I get this facility
Yes!As per Govt Notification You will get Rs. 1000
আমার বাবার নামে জমি আছে বাবা মারা গেছে।এখন শুধু মা ও আমি আছি ।আমরা কিভাবে কৃষক বনধু র আওতায় আসবো?
ধন্যবাদানতে,
দিলীপ রায় পোদদার
দেখুন কৃষক বন্ধু প্রকল্প নিয়ম অনুযায়ী , জমি আপনার নাম থাকতে হবে। আপনি জমি মালিকানা পরিবর্তন করার জন্য আবেদন করুন। তারপর পায়ে যাবেন।
Amar baba Maa Mara gacha 10 years aga. Amra bortomane 3 bhai but nijosho name record hoi ni. Record MA baba name Ai Acha. Ki bhaba amra krishok bondhu prokolpa apply korbo.. Kindly bola dila khub help hoba
কম করে হলেও 6 মাস সময় লাগবে বলেছে ।যদি তারাতারি করে দিত ভূমিদফতর তাহলে ভালো হত। ভূমিদফতর যেন তারাতরি কাজগুলো করেন তার ব্যবসথা করলে ভালো হয়।
ধন্যবাদানতে
দিলীপ রায় পোদদার
Ami west bengal state AIDS control socieity te contractual job e aachi ami ki apply krte parbo?
Pls let me inform.
কি ভাবে মোবাইল থেকে অনলাইনে সবার ফম ফিলাপ করতে পারব
how to apply
Click the below link and know application process .
Click Here
Hi I am sanjoy Roy krisok bandu
Jomi ta apnar and apnar maa er name korun tar pore seguli nia agriculture department a asun
Where I shall submit application of krishok bandhu scheme.
Block Agricultural Office
Please submit prosesta janbo
PROCHESTA SESH HOYEA GECHE
আবেদন পত্রটি কোথায় জমা দেবো??
আবেদন পত্রটি ব্লক কৃষি আধিকারিকের অফিস এ জমা দেবেন।
জমির পরচা অফিস কপি না নেট কপি
আবেদন করার সময় কতদিন পাওয়া যাবে
আবেদন পত্রটি ব্লক কৃষি আধিকারিকের অফিস এ জমা দেবেন।
May I know the last date of submission .I am waiting for your valuable information.
There is no last date , it’s a continuous process. Thanks for comment.
Amader sab jami amar grand father and grand mother er name ache akhano Amar baba nijer name korte pareni to amara ki korte parbo krisak bondhu prokalpa.
krishok bandhu prokolpe abedon korar jannya, nijer name e land record must.
একটা জমি দুই জন এর নামে আছে। তাহলে যেকোনো এক জন এর নামে apply করলে হবে তো ?
একটা জমি দুই জন এর নামে আছে। তাহলে যেকোনো এক জন এর নামে দরখাস্ত করলে হবে তো ?
Sir amar 64years old Ami krishok bondhu subidha pabo? R amar wabartamaney amar poribar kono subidha pane?
sir if I have 6 acre land can i get the facility of krishok bondhu prokolpo
Yes, you will get this facility .
sir if I have 5acre land can get facility of krishok bondhu
Yes, you will get this facility .
ami ki 1 ekor er besi joma korte parbo
Jomir poriman er urdhosima koto?
dekhun ekhane jomir urdhosima kichu bola nei.
Last date kobe
Plice comment koren sir
this is continuous process
Last date koto
this is continuous process
ami ki 1 ekor er besi joma korte parbo
korte paren but maximum rs. 5000 takai paben .
দলীল থাকলে কী করতে হবে
যদি আপনার দলিল থাকে , তাহলে আপনি রেকর্ড এর জন্য আবেদন করুন। রেকর্ড না থাকেল কৃষক বন্ধু আবেদন করতে পারবেন না।
জমির রেকড্ আছে,আমাকে কথায় আবেদন করতে হবে?
Can I apply in online
apnake offline apply korte hobe then department online kore nebe.
Taka akhun porjonto pai ni
কোনো কৃষকের যদি 2 একর জমি থাকে তাহলে উনি কতো অনুদান পাবেন?
minimum 1000 and maximum 50000 , read the article you will get your answer
amar bari beldanga2 block a Kkintu amar samanno jomi ache aye block r amar 3 acor jimi ache bharatpur1 block a tahole ami ki vabe apply korbo bolun
I am nowholdingmorethan2acresagriculturelandinmynative villageandpaidregularly panchayattax and Khanna.but I am nowresideatsibpur howrahandalldocumentslikeadhar voter cardand pancardnowinsibpur howrah.pleaseinform how can I avail kiosk bandhu prokalpowhich wasintriduced by west Bengal government.
Sir jomir porcha net copy or office copy er modhhe konta joma korta hobe????
dekhun office copy and new net (digital record) er modhyea jekono ekta dilei hobe . tobe apni normal net theke searching kore dile kintu hobe na .
I am now live howrah and all documents belongs to howrah but my native village at sibda under gushkara grampanchayat one.and I am holding 2acres agriculture land and paid Khanna and panchayat taxregularly.am I entitle toget kiosk bandhu prokolpa scheme which was introduced last january
Ihavemorethan2acrescultivatedlandinmyvillage.am I entitle toget kiosk bandhu prokolposchemethough allmydocementslike adhere cardvotercardinmyresidentialaddresssibpur howrah_2.
আমার নিজের নামে 5 বিঘা জমি আছে যার মধ্যে আবাদি জমি 4 বিঘা যাহার শ্রেণী আউয়াল ও দুয়েম ওই হিসাবে ক্ষতিয়ান সহ সমস্ত তথ্য দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করে জমা দিয়েছিলাম, কিন্তু আমার নামে 1000 টাকার চেক এসেছে এই ক্ষেত্রে আমি কি উপায় অবলম্বন করতে পারি, দয়া করে জানাবেন
ONLINE / OFFLINE A FROM FILUP KORTE HOBE ?
Krishak bhandu pakallper chek list ki bhabe chek korbo sir aktu website ta bole deben
আমার মা গত 22/08/2019 মারা গেছে জমির পাঠাতে মার নাম আছে তাহলে কি আমরা এই সুবিধা পাবো,
আর যদিও পায় তাহলে আমাদের কি করতে হবে?
Oboshyo paben.
Apni apnar nikotoborti agriculture office a jogajog korun.
amar maa mara geche kintu jomir recort maar name ache tahole amra anudan pabo
Ami from ti filled up korachilam tokhon 1 acor kom chilo .akhon 1acor jomi hoya gacha.Aki nama ke add kora jaba…
Yes
Ha oboshyo jabe.apni natun kore from filap korar dorkar nei
কৃষক বন্ধু যারা কাজ করে তারা এপারমেন্ট হবে কিছু পরে সরকার কিছু কোরবে
কৃষিলোন মুকুব করলে অনেক কৃষক পুনরায় জীবন পানেন।যেমন আমি,আমার দাদা,
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
My application status is till pending .
2020 march mase nutun applay korechi akhon taka pabo bolben
koi amar uttor pelam na
Ami baire theke asechi Ami onek koste achi ami konorokom sujok subida pajchina Thai ami apnather kache amar abedon je amake konorokom sujok subida kore dhai
amader ei websitee anek govt scheme related information ache , apni check kore deun , jadi kichu help hay..
thanks for comment.
মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন এই যে,
যে সকল ছেলেরা কৃষক বন্ধু কুইক রেজিস্টার করছে তাদের ভবষ্যত চিন্তা করতে , এই অনুরোধ জানাচ্ছি।
,
আপনার মূল্যবান মন্তব্য রাখার জন্য ধন্যবাদ।
wb te krishok ra j bochor e 2 bar kore taka pai seta ki prokolpo?