হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টাকা আদান প্রদান করার প্রয়োজনীয় প্রাথমিক কাজ
হোয়াটসঅ্যাপ অবশেষে ভারতে নতুন ইউপিআই ভিত্তিক পেমেন্ট সিস্টেম চালু করছে।আপনি যদি আপনার বন্ধু এবং পরিবারকে পরিশোধ করতে পরিষেবাটি ব্যবহার করতে আগ্রহী হন, তাহলে আপনি নিচের পদ্ধতি অবলম্বন করে আপনার প্রদেয় টাকা প্রদান করতে পারেন ।
এটি সেটআপ করার জন্য, ডান দিকের কোণায় তিনটি বিন্দুতে ক্লিক করুন । তারপর আপনি সিটিং অপসন এ যান। এখানে আপনি পেমেন্ট অপসন পেয়ে যাবেন । যদি আপনার সেটিং এর মধ্যে পেমেন্ট অপসন না পান , তাহলে আপনার হোয়াটস্যাপ টি আপডেট করে নিন । পেমেন্ট অপসন এ ক্লিক করার পর আপনি নির্দিষ্ট ব্যাঙ্ক সিলেক্ট করুন যে ব্যাঙ্ক একাউন্ট এ আপনার মোবাইল নম্বর সংযোগ করা আছে । তারপর ব্যাঙ্ক আপনাকে একটি OTP পাঠাবে , সেটি নির্দিষ্ট জায়গায় দিন। এবার আপনার সেটআপ টি সুম্পূর্ণ হবে ।
এবার আপনি যেভাবে ম্যাসেজ এর মাধ্যমে ছবি পাঠান , সেখানে পেমেন্ট এর অপসন পাবেন , সেখানে ক্লিক করুন এবং নির্দিষ্টি এমাউন্ট দিন ও সেন্ড অপসন এ ক্লিক করুন । এবার আপনার UPI পিন দিন এবং পেমেন্ট টি সুম্পূর্ণ করুন।
আপনার কোনো জায়গায় সমস্যা হলে আমাদের এই ভিডিও টি দেখুন
আমাদের এই পোস্ট ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন , আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন , আমরা আপনাকে সাহায্য করবো।
Tghosh262@gmail.com