ড্রাইভিং লাইসেন্স বা সিএফ না থাকলে প্রথম বার ৫০০ টাকা। দ্বিতীয়বার ১৫০০ টাকা।
এবার আর ট্রাফিক সিগন্যাল ভেঙে পালিয়ে যাওয়া কিংবা পকেটে লাইসেন্স না নিয়েও কলার তুলে চলে যাওয়ার সাহস দেখাতে গিয়ে দুবার ভাববেন গাড়ি চালকরা। আগে জরিমানার অঙ্ক কম থাকার জন্য ,অনেকেই আইনের তোয়াক্কা না করেই বেরিয়ে যেতেন। এবার আর তা হচ্ছে না। কারণ জরিমানার বিপুল অঙ্ক। এক ধাক্কায় ট্র্যাফিক জরিমানার অঙ্ক অনেকটাই বাড়াল রাজ্য সরকার। জানুন ট্রাফিক ফাইন ২০২২ এ কোন ক্ষেত্রে কত ফাইন।
কোন ক্ষেত্রে কত ট্রাফিক ফাইন ২০২২ জেনে নিন। Traffic Fine 2022
- কন্ট্রাক্ট ক্যারেজের পারমিট থাকার পরও যেতে না চাইলে ৫০০ টাকা।
- ট্রাফিক পুলিসকে ভুল তথ্য দিলে ২০০০ টাকা।
- ট্রাফিক নির্দেশ না মানলে ২০০০ টাকা।
- ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে ৫০০০ টাকা।
- ড্রাইভিং লাইসেন্স রাখার অনুমতি নেই অথচ গাড়ি চালাচ্ছেন এমন ক্ষেত্রে ১০,০০০ টাকা।
- নির্দিষ্ট গতির বেশি গতিতে গাড়ি চালালে হালকা যানের ক্ষেত্রে ১০০০ টাকা। মাঝারি যানের ক্ষেত্রে ২০০০ টাকা। ভারী যানের ক্ষেত্রে ৪০০০ টাকা।
- বিপজ্জনক ভাবে গাড়ি চালনার জন্য ৫০০০ টাকা। একই অপরাধ তিন বছরের মধ্যে করলে ১০,০০০ টাকা।
আরও পড়ুন : কত টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা তে জেনে নিন
- মানসিক ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় গাড়ি চালালে ১০০০ টাকা।
- রোড সেফটি, বায়ু দূষণ ও শব্দদূষণ আইন ভাঙলে ১০,০০০। চালকের লাইসেন্স ৩ মাস বাতিল।
- আইন অনুযায়ী রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালালে ৫,০০০ টাকা।
- উপযুক্ত ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
- উপযুক্ত পারমিট ছাড়া গাড়ি চালালে ১০,০০০ টাকা।
- সেফটি বেল্ট না বাঁধলে ১০০০ টাকা।
- হেলমেট না পরলে ১০০০ টাকা।
- সাইলেন্স জোনে হর্ন বাজালে ১০০০ টাকা।
আরও পড়ুন : যেতে হবে না RTO অফিস। এবার থেকে আধার কার্ডেই ড্রাইভিং লাইসেন্স।
আরও পড়ুন : অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন।
নুতুন ট্রাফিক ফাইন ( Traffic Fine 2022 ) ২০২২ এর সরকারি নির্দেশিকা ডাউনলোড করে নিন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023