ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক, জানুন কীভাবে ? { wb aadhar ration card link }

রাজ্যের খাদ্য দফতর একটা নতুন টুইট করেছে সেখানে একদম সহজ উপায়ে দেখানো হয়েছে কিভাবে আপনি ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক { wb aadhar ration card link } করাবেন। বর্তমানে অনেকগুলো পদ্ধতি আসার ফলে কাজটি খুব সহজ হয়ে গেছে। রেশন প্রতিনিয়ত পেতে হলে কাজটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে রেশন কার্ডের (Ration card) লিঙ্ক করাতে আর সমস্যা হবে না। সামান্য কয়েকটা ধাপ পেরোলে ঘরে বসেই করতে পারবেন এই কাজ। সম্প্রতি খাদ্য দফতর এই নিয়ে টুইট করেছে ।

কিভাবে রেশন কার্ডের সাথে আধার নং এর লিংক করবেন ?

প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে ওয়েবসাইট সাইটে যেতে হবে রেশন কার্ড হোল্ডারকে।

ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক, জানুন কীভাবে ? { wb aadhar ration card link }

দ্বিতীয় ধাপে Link Ration Card with Aadhaar Card-এ ক্লিক করতে হবে।

রেশন কার্ডের সাথে আধার নং এর লিংক

এবার রেশন কার্ডের ক্যাটিগরি ও নম্বর জমা দিন এবং সার্চ বাটন এ ক্লিক করুন

wb aadhar ration card no link

এখানে সবিস্তারে দেখে নিজের পরিষেবা বেছে নিন। এই পর্বে a ও b অপশন দেওয়া থাকবে। (a) আপডেট করুন আধার ও মোবাইল নম্বর,( b )আপডেট অনলি মোবাইল নম্বর।

ration card and aadhar no link in west bengal

রেশন কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের জন্য আধার এবং মোবাইল নম্বর আপডেটের অপশন বেছে নিন।

এখানে সবকিছুর পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। আধার কার্ডে যে ফোন নম্বর নথিভুক্ত আছে, সেই ফোনে ‘OTP’ আসবে। নিজের নথি ঠিক আছে কিনা দেখে নিয়ে ‘ওটিপি’ সাবমিট করুন। wb aadhar ration card link এর কাজ এই ভাবে আপনি করে নিতে পারবেন।

How to link ration card with aadhar through offline?

ট্যুইটে বলা হয়েছে, আধারের সঙ্গে রেশন কার্ড জুড়তে চারটি জায়গায় গেলেই হবে কার্যসিদ্ধি। নিচে দেওয়া হল সেই জায়গাগুলির নাম।

1.যেকোন রেশনের দোকান:- খাদ্য ও সরবরাহ দফতর থেকে বলা হয়েছে, যেকোনও রেশন দোকানে গেলেই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করাতে পারবেন গ্রাহক।নীচে নোটিশটি দেওয়া হয়েছে।

বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড। 

2.যেকোন বাংলা সহায়তা কেন্দ্র:- রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড জুড়তে আপনাকে সাহায্য করবে ‘বাংলা সহায়তা কেন্দ্র’। এই নির্দিষ্ট কেন্দ্রে গেলেই হবে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক।

3.যেকোন ফুড ইনস্পেক্টরের অফিস:- ওপরের দুই জায়গার সঙ্গে আপনার কাজে আসতে পারে ফুড ইনস্পেক্টরের অফিস। আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করতে যেতে পারেন এই তৃতীয় বিকল্প স্থানে।
নোট- খাদ্য ও সরবরাহ দফতরের তরফে বলা হয়েছে, এই বিষয়ে আরও তথ্য বা কোনও অভিযোগ থাকলে ১৯৬৭ বা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ নম্বরে ফোন করে জানাতে পারবেন গ্রাহক।

৪.হোয়াটস্যাপ এর মাধ্যমে : বর্তমানে আপনি খাদ্য দপ্তর এর হোয়াটস্যাপ নং এ জোগাজোগ করেও এই কাজটি সুম্পূর্ণ করতে পারবেন। হোয়াটস্যাপ নং -৯৯০৩০৫৫৫০৫

রেশন আধার লিংক সংক্রান্ত খাদ্য দপ্তরের টুইট টি নিম্নে দেখে নিন

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

WBSCCS

রেশন-আধার কার্ড লিঙ্ক পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment