বর্তমানে মহামারী কোভিড ১৯, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে এটি সর্বকালের সর্বনাশা পর্যায়ে রয়েছে। ২০২০ সাল গিয়াছে সবচাইতে অভিশপ্ত বছর । হ্যাঁ, আপনি এটা সঠিক অনুমান করেছেন। তার পরের বছর, বর্তমান বছরটি ২০২০ পূর্বের থেকে ১০ ধাপ এগিয়ে।
প্রথমদিকে ধাপে ধাপে একাধিক বার লোকডাউন এবং প্রশাসনিক সচেতনতার মাধ্যমে এক বছরেরও কম সময়ের মধ্যে, আমরা মহামারীটি কাটিয়ে উঠতে চলেছিলাম। কিন্তু পরবর্তীকালে অবহেলা এবং নির্ভীকতা আমাদের আরো ঠেলে দিয়েছে ঘর অন্ধকারে। এবার আবার ভয়ঙ্কর আকার নিয়েআছে এই মহামারী। আর এই মহামারী কে রুখতে আবারো শুরু হয়েছে লকডাউন এবং কারফিউ ।
আর এই লকডাউন এর সময় আপনি যদি বিশেষ জরুরি কাজে বাইরে যেতে চান তাহলে আপনাকে নিতে হবে ই পাস । যা west bengal Curfew e-Pass নামে পরিচিত। .
কিভাবে পাবেন এই west bengal Curfew e-Pass পাস ?
এই কারফিউ এ পাস পাওয়ার জন্য প্রশাসন থেকে নির্দিষ্ট নিয়ম করে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে এই এ পাস পাওয়ার নিয়িম এক্রম আর বাকি জেলার ক্ষেত্রে একরকম।
তবে আপনারা west bengal Curfew e-Pass অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করতে পারবেন।
কোন কোন ক্ষেত্রে মিলবে এই ই পাস
কেবলমাত্র জরুরি /চিকিৎসা/ নিত্য প্রয়োজনীয় কাজের জন্য west bengal Curfew e-Pass এর আবেদন করা যাবে।
- পুলিশ
- আগুন
- বিদ্যুৎ
- জল
- খাদ্য সরবরাহ
- আইন-শৃঙ্খলা ও ম্যাজিস্টেরিয়াল কর্তব্য
- সরকারী স্বাস্থ্যকর্মী (চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ)
- ক্যুরিয়ার
- টেলিকম
- ইন্টারনেট সেবা
- প্রয়োজনীয় আইটেমস উত্পাদন
- প্রয়োজনীয় আইটেম বিতরণ
- অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন
- জরুরি চিকিৎসা
- চিকিৎসা
- ব্যাংক / এটিএম
- ডাক সেবা
- মিডিয়া
- অন্যান্য যা প্রকৃতির খুব জরুরি
কলকাতার ক্ষেত্রে কিভাবে West bengal e pass online আবেদন করবেন।
আপনাকে কলকাতা পুলিশ এর দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে হবে।
এখানে বাটন এ ক্লিক করে এগিয়ে যেতে হবে। পরবর্তীতে আপনাকে ব্যাক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক অপসন বেছে নিতে হবে।
এর পর আপনাকে নিচের আবেদন পত্রটি আসবে। এখানে আপনাকে আপনার ব্যাক্তিগত বা প্রাতিষ্ঠানিক পরিচয় দিতে হবে। আপনি কোথায় যেতে চাইছেন এবং কেন যাবে সমস্ত তথ্য দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। সমস্ত আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করা হয়ে গেলে west bengal e pass online এর জন্য আবেদন পত্রটি জমা করতে হবে।
কলকাতা পুলিশ আপনার অপবেদন পত্র বিবেচনা করে আপনাকে এ পাস প্রদান করে দেবে।
অন্যান্য জেলার জন্য কিভাবে আবেদন করবেন।
পশ্চিমবঙ্গের অন্যান্য অন্যান্য জেলাতে আপনি তিন ভাবে আবেদন করতে পারবেন।
- সরাসরি থানাতে গিয়ে।
- হোয়াটসআপ , এস এম এস বা ইমেইল এর মাধ্যমে।
- অনলাইনে আবেদন করে।
সরাসরি থানাতে গিয়ে আবেদন করার জন্য আপনাকে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদন পত্র থানা থেকে সংগ্রহ করতে পারেন কিম্বা সাদা কাগজে আবেদন করলেও চলবে।
আরও জানুন : অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন।
আবেদন পত্রে আপনাকে অবশ্যই আপনার নাম ,ঠিকানা এবং কত তারিখে কথা থেকে কথা যাতায়াত করবেন। সাথে দিতে হবে কি উদ্দেশ্যে যাবেনা গড়ির নং এবং ড্রাইভারের নাম এবং মোবাইল নং। কতজন যাত্রী যাবেন তাদের নাম ও মোবাইল নং। আবেদনকারীর ইমেইল এই ডি।
হোয়াটসআপ , এস এম এস বা ইমেইল এর মাধ্যমেও আপনারা পশ্চিমবঙ্গ ই পাস আবেদন করতে পারেন । এক্ষেত্রে আবেদন পত্র পূরণ করে প্রতি থানার দেওয়া নির্দিষ্ট নম্বরে আবেদন পত্রটি পাঠাতে হবে। এবং আবেদন পাঠানোর জন্য মোবাইল নং প্রতিটি থানা থেকে আলাদা ভাবে প্রচার করেছে। আপনি ইচ্ছে করলে আপনার লোকাল থানায় ফোন করেও সেই নম্বর সংগ্রহ করতে পারেন।
পশ্চিমবঙ্গ এর অন্যান্য জেলার ক্ষেত্রে কিভাবে অনলাইনে ই পাস আবেদন করবেন।
অনলাইন এ ই পাসের আবেদনের জন্য আপনাকে পাশ্চিমবঙ্গ সরকারে ওয়েবসাইট এ যেতে হবে। এবং সেখানে আবেদন করার জন্য দুটি লিংক পাবেন। একটি জেলার মধ্যে (Intra District Travel) পাশের জন্য আর একটি জেলার বাইরে (Inter District Travel) যাওয়ার জন্য আবেদনের জন্য।
এখানে থেকে আপনার প্রয়োজন মতো লিংকে ক্লিক করবেন।
এবার আপনার আছে উপরের মতো ই পাশের অনলাইন আবেদন পত্র চলে আসবে।
এখানে যে সমস্ত তথ্য গুলো চাওয়া হচ্ছে সেগুলো আপনাকে সঠিক ভাবে পূরণ করতে হবে। তারপর ফরমটি সাবমিটে করে দিতে হবে।
আবেদন পত্র টি থানা থেকে ভেরিফাই করে , যথার্থ মনে হলে আপনাকে এ পাস প্রদান করবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।