আয়ুষ্মান ভারত যোজনার মূল বিষয়বস্তু ।
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনায় প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে এবং এতে উপকৃত হবে প্রায় ১০ কোটি পরিবার। এতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাবে প্রতিটি পরিবার। এর মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে খরচে কোনও টাকা দিতে হবে না। এই প্রকল্পের আওতাভুক্ত রোগীদের সাহায্যের জন্য সরকারি হাসপাতালে এবং নির্ধারিত বেসরকারি হাসপাতালে একজন আয়ুষ্মান মিত্র থাকবেন। এই রোগীদের প্রমাণপত্র নেওয়া থেকে যাচাই করা, সবই এই আয়ুষ্মান মিত্ররাই করবেন। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য জোযনার জন্য স্বাস্থ্য যোজনায় সরকার নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলিতে অন্তত ১০টি শয্যা এই প্রকল্পের রোগীদের জন্য বরাদ্দ রাখতে হবে। সারা দেশের যে কোনও প্রান্তেই এই বিমার সুবিধা মিলবে। এছাড়া হাসপাতালে ভর্তির আগে ওই সংক্রান্ত অসুস্থতায় আগের এবং পরের খরচও দেওয়া হবে।
আয়ুষ্মান ভারত যোজনায় কিভাবে নাম নির্বাচন হয়েছে ।
গ্রাম ও শহরের নিম্নবিত্ত মানুষকে পেশা, বাড়ির অবস্থা, আয়ের উৎস, ইত্যাদির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে, কারা এই প্রকল্পের আওতায় পড়বেন।
এটা মূলত ২০১১ সালের সোশিও ইকনমিক কাস্ট সেনসাস (এসইসিসি) বা আর্থ-সামাজিক জনগণনার ভিত্তিতে করা হয়েছে। ওই সুমারি অনুযায়ী গ্রামাঞ্চলের ৮.৩ কোটি এবং শহর এলাকার ২.৩৩ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন। সদস্য সংখ্যার হিসাব ধরলে প্রায় ৫০ কোটি লোকই পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবিমার সুবিধা।
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা স্কিমের গোল্ডেন কার্ড
এই কার্ডের সুবিধা গ্রহণের জন্য ভিত্তি কার্ড বাধ্যতামূলক নয়। আধার কার্ডটি একটি বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে, সরকার এটি বাধ্যতামূলক করেনি।
আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা স্কিমের নির্দেশে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আবেদনপত্রের সময় কোনও পরিচয়পত্র বৈধ হবে। যদি কারো কাছে কার্ড কার্ড না থাকে তবে সংশ্লিষ্ট রাজ্য সরকার তাদের কোন পরিচয়পত্রের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা দিতে পারে।
সামাজিক সুরক্ষা যোজনার বিষয়ে জানতে এখানে ক্লিক করুন ।
আয়ুষ্মান ভারত বীমা পরিকল্পনার বিশেষ বৈশিষ্ট্য
- এই পরিকল্পনার অধীনে, সকল যোগ্য সুবিধাভোগীকে 5 লাখ টাকা (বিনামূল্যে বীমা) বিনামূল্যে বীমা পেতে হবে।
- হাসপাতালে ভর্তি হওয়ার পরে ভর্তি ও ব্যয়ের পূর্বে হাসপাতালে ভর্তি হওয়ার (হাসপাতালে ভর্তি) খরচও সরকার বহন করবে।
- এই পরিকল্পনার সাথে 8735 টি হাসপাতাল যোগ করা হয়েছে।
- এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার টিবি রোগীদের জন্য প্রয়োজনীয় উপাদানগুলির জন্য 600 কোটি টাকা বরাদ্দ করেছে।
- এই প্রকল্পের অধীনে, কোনও সরকারি ও বেসরকারি হাসপাতাল উভয়ই চিকিৎসার সুবিধা নিতে পারে।
আপনি প্রকল্পের সুবিধা পাবেন কিনা কীভাবে বুঝবেন?
আপনি বা আপনার পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা যাচাই করতে হলে ওয়েবসাইটে লগ ইন করে তথ্য সংগ্রহ করতে হবে। কারা যোগ্য তার তালিকা ডাউনলোড করতে হবে। আপনি নিচের ভিডিও টি দেখে নিন এবং আপনার নাম আছে কি না যাচাই করে দেখে নিন।👇👇👇👇👇👇👇 এখানে ক্লিক করুন
আপনি প্রকল্পের সুবিধা পাবেন কিনা কীভাবে বুঝবেন?
আপনি বা আপনার পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা যাচাই করতে হলে ওয়েবসাইটে লগ ইন করে তথ্য সংগ্রহ করতে হবে। কারা যোগ্য তার তালিকা ডাউনলোড করতে হবে। আপনি নিচের ভিডিও টি দেখে নিন এবং আপনার নাম আছে কি না যাচাই করে দেখে নিন।👇👇👇👇👇👇👇 এখানে ক্লিক করুন h
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
No
না কিন্তু কি ভাবে এই করব আমি গরিব দিনেশ খাদ্য দিকে যোগানো মুকুল কারণ আমি মানসিক রুগী দশা করে আমার নেংটি যদি এই করেন তবে ভাল হত
আমাদের স্বাস্থ্য বীমা কাড নাই
Thank you for comment.
No cared My Family.Please How to achieve this cared
অমিত হুগলি জেলার শ্রীরামপুরের বাসিন্দা। আমার স্ত্রীর সম্প্রতি টি বি ধরা পড়েছে এবং তা থেকে ইনফেকশন হয়ে গেছে। আমি কোলকাতায় চিকিৎসা করে সঠিক ফল না পেয়ে ভেলোরে সি এম সি গিয়ে ছিলাম কিন্তু এখানে চিকিৎসা করে আমার আমার আর্থিক অবস্থা একদম করুন হয়ে গেছে। আমি একটি সরকারী ব্যাঙ্কের এ টি এমে নিরাপত্তা কর্মীর কাজ করতাম। গত ৩১/০৭/১৯ থেকে ব্যাঙ্ক আমাদের ছাটাই করে দিয়েছে এই অবস্থায় আমার চিকিৎসা চালানো খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। আমি কী আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে পারি?
আমি আর্থিক ভাবে খুব দুরবল
My family member 5 .Me ,my husband ,Son ,Motyer in law ,Father in law .but no health card .How I achieve this health card ??
My family member 3 .Me ,my husband ,my daughter,but no health card .How I achieve this health card ??
আমি এবং আমার পরিবারের নাম কিভাবে নথিভুক্ত করবো, যদি সাহায্য করেন উপকৃত হই।
আমার নাম বিশ্ব জীৎ কালিনদী আমি পুরুলিয়ার জেলার বাসিন্দা আমার মা I,c,d,s এ কাজ করে তার I,c,d,s থেকে সাসতশাতি কার্ড এর জন্য ২০১৭ সালে ফরম ফিলাপ করে ছিল কিনতু ২০২০ সাল শেষ হতে চললো এখন পর্যন্ত কার্ড টা পাইনি আর যখন ফরম টা ফিলাপ করে রমা দিচ্ছ আর হচ্ছে না তাহলে এখন আমরা কী করব যদি মানতাম তাহলে খুব ভালো হয়
APNI DUYARE SORKARER SWASTHYASATHI CAMP E GIYEA JOGAYOG KARUN. SATHE AADHAAR CARDER NO NIYEA JABEN .