রাজ্যজুড়ে ৬০ টির উপরে প্রকল্প চালাচ্ছে মমতা ব্যানার্জী এর সরকার। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ১০ দিনের মাথায় ‘ দুয়ারে রেশন ‘ প্রকল্প কার্যকর করার প্রক্রিয়া নাকি শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মর্মে জেলাশাসকদের পাঠানো একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।
কোভিডে হারিয়েছেন প্রিয়জন সাথে দিল্লি থেকে চাপ কিন্তু কর্তব্যে অবিচল মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান পরিস্থিতিতে বাংলার ঘরে ঘরে রেশন পৌঁছে দিয়ে ‘দুয়ারে রেশন’ প্রকল্পে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী।
কিন্তু এখনো পর্যন্ত সেই নিয়ে সরকারি ভাবে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। অথচ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, গ্রামে গ্রামে ‘দুয়ারে রেশন’ প্রকল্প পৌঁছে দিতে ভিলেজ রিসোর্স পারসনদের (VRP) যুক্ত করা হবে। অথচ প্রশাসন কিছু জানেই না।
আরও জানুন : পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে – প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০ জনের একটি দল তৈরি করতে হবে। ভিলেজ রিসোর্স পারসনরা (Village Resource Persons) থাকবেন সেই দলে। তাঁরাই ‘দুয়ারে রেশন’ প্রকল্পের যাবতীয় কাজ করবেন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
নাম নথিভুক্ত করা থেকে নির্দিষ্ট সময় রেশন পৌঁছে দেওয়া সব কাজই করবে তাঁরা। VRP-রা এর জন্য প্রতিদিন ৩৮৬ টাকা করে বেতন পাবেন। । তবে এর পাশাপাশি ভিলেজ রিসোর্স পারসনদের জন্য নির্দিষ্ট দায়িত্ব পালন করতে হবে তাঁদের। কিন্তু এই মর্মে রাজ্য এখনও কোনও ( Duare Ration Notice ) বিজ্ঞপ্তি জারি করেনি বলেই খবর।
আরও জানুন : নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন
রাজ্য সরকার কোভিড এর শৃঙ্খল ভাঙতে মরিয়া। শুরু হয়েছে কড়া ১৫ দিনের লকডাউন। বেঁধে দেওয়া হয়েছে বাজার ঘাট খোলার নিয়ম। তবে এই পরিস্থিতিতে রেশন দোকানের সামনে লম্বা লাইন পড়ছে একথা এ সত্য।
ভোটের আগেই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, জুন মাস থেকে রেশনের জন্য রাজ্যবাসীকে আর লাইনে দাঁড়াতে হবে না। আর তাই ‘দুয়ারে রেশন’ পৌঁছে যাবে। তবে তা নিয়ে এখনও সরকারিভাবে কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
আরও জানুন : বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের Duare Ration Notice পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023