আগামী দু-সপ্তাহর জন্য রাজ্যে শুরু কড়াকড়ি লকডাউন – কাল থেকে ৩০ মে পর্যন্ত ।

করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার কারণে আবারো লকডাউন এর পথে পশ্চিমবঙ্গ সরকার। প্রাথমিক ভাবে ১৫ দিনের জন্য লকডাউন এর কথা ঘোষণা করলো রাজ্য সরকার। এই লোকডাউন শুরু হবে ১৬ মে ২১ এবং শেষ হবে ৩০ মে ২১। লকডাউন এর জন্য তৈরি হয়েছে গাইডলাইন। বিস্তারিত West Bengal Lockdown Guideline নিম্নে দেওয়া হলো।

west bengal lockdown guideine

এক নজরে দেখে নিন লকডাউন -এ কি কি খোলা এবং বন্ধ West Bengal Lockdown Guideline

আরো পড়ুন : ১৮ বছরের ঊর্ধ্বে কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন শুরু ২৮ তারিখ থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

  • সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
  • বন্ধ থাকবে সব সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
  • জরুরি পরিষেবা ছাড়া সব দফতর বন্ধ থাকবে।
  • শপিং মল, স্পা, রেস্তোরাঁ, জিম, স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, সিনেমা হল বন্ধ থাকবে।
  • মুদি দোকান, বাজার-হাট, দুধ, রুটি, মাছ-মাংস, সব্জির দোকান সকাল ৭-১০ টা অবধি খোলা।
  • মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
  • ওষুধের দোকান, চশমার দোকান স্বাভাবিক সময় খোলা থাকবে ।
  • লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা, ফেরি চলাচল বন্ধ থাকবে।
  • ট্যাক্সি বা অটো চলাচল জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে। তবে যাত্রী সংখ্যা মাত্র দুইজন।
  • সকল রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান ১৫ দিনের জন্য বন্ধ।
  • শেষকৃত্য অনুষ্ঠানে ২০ জন লকের অনুমতি।
  • বিয়েবাড়িতে ৫০ জনের উপস্থিতির অনুমতি ।
  • মহিলা ও শিশুর জন্য দুইচাকা বাহনে দুইজন উঠা নিষেধ।
  • চা বাগানে কাজ চলতে পারে ৫০% উপস্থিতিতে, চটকলে তা ৩০%।
  • এটিএম, ব্যাঙ্ক খোলা থাকবে সকাল ১০ থেকে দুপুর ২টো ।
  • রাত ৯টার পর সব কিছু বন্ধ, কেবলমাত্র এমার্জেন্সির ক্ষেত্রে অনুমতি। নাইট কার্ফু এ রাজ্যেও ।
West Bengal Lockdown Guideline

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

পশ্চিমবঙ্গ লকডাউন

আমাদের পিএম-কিষাণ যোজনা পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

Leave a Comment