আয়কর দপ্তর নিজেদের কাজকে আরো মজবুত করার জন্য এই পদক্ষেপ নিয়েছে। এই প্রক্রিয়াটি বেশ কিছুদিন ধরেই চলছে গোটা ভারত জুড়ে অনলাইন এর মাধ্যমে। বিশেষ করে যাদের পুরানো প্যান কার্ড আছে তাদের জন্যই এই পক্রিয়া। নুতন করে যাদের প্যান কার্ড হচ্ছে তাদের আধার এবং প্যান এর লিংক শুরু থেকেই হয়ে থাকছে।
এই আধার এবং প্যান এর লিংক এর যে সময়সীমা ছিল তা আবারো বর্ধিত করা হলো।
করোনা পরিস্থিতিতে আমজনতার সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
আয়কর দফতরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এদিন সন্ধ্যা ৭টা ৫৪ নাগাদ টুইট করে নতুন সময়সীমা জানানো হয়। নিম্নে সেই টুইট টি দেওয়া হলো।
এর আগে ৩১ মার্চ-২০২১ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। লিংক না করলে ১০০০ টাকা জরিমানা করা হবে বলেও জানানো হয়েছিল।
কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত করা হল।
আরও জানুন : নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন
এই নিয়ে বেশ কয়েকবার আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক করার সময়সীমা বর্ধিত করল কেন্দ্র। তাই আর দেরি করবেন না।আশা করা যাচ্ছে এটাই হতে পারে শেষ সুযোগ।
সময় থাকতেই জরুরি কাজ সেরে রাখুন। নয় তো লেনদেনে সমস্যা হবে, গুনতে হবে জরিমানাও।
কীভাবে অনলাইনে Aadhar PAN Card Link করবেন?
১. আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar বলে অপশন পাবেন।
২. পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম।
৩. ক্যাপচা ভরতে হবে।
৪. Link Aadhaar অপশনে ক্লিক করুন। আধার এবং প্যান এর লিংক -এর কাজ সম্পূর্ণ হয়ে যাবে এরপর বাকি কাজ আয়কর দফতরের হাতে।
আরও জানুন : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই Aadhar PAN Card Link পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023