সারা দেশের পাশাপাশি এ পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে ভ্যাকসিন দেওয়া। আজ থেকে ষাটোর্ধ্বদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হল। প্রাথিমক ভাবে কো-উইন অ্যাপ (corona vaccine co-win app ) এর মাধ্যেমে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে ।
প্রথমে স্বাস্থ্যকর্মী। তারপর পুলিশকর্মী। এবার প্রবীণ-প্রবীণাদের। সেই অর্থে এদিন তৃতীয় দফার ভ্যাকসিনেশন শুরু হল।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু ৬০ বা তার বেশি বয়স্করাই নয়, সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন।
তবে এক্ষেত্রে কিছু শর্তাবলী আছে। কোমর্বিডিটির প্রমাণ হিসেবে দিতে হবে চিকিত্সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। সেইসব শর্ত পূরণের পরেই দেওয়া হবে ভ্যাকসিন।
কীভাবে নিতে পারবেন ভ্যাকসিন ? জেনে নিন পদ্ধতি
১. নাম নথিভুক্ত করতে হবে কো-উইন (Co-Win App) অ্যাপে।
২. সোমবার বেলা ১২ টা থেকে কো-উইন অ্যাপ খুলে যাবে এ রাজ্যে।
৩ .তার পর মোবাইল নং, আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে corona vaccine co-win app এ।
৪. বেছে নেওয়া যাবে বাড়ির কাছাকাছি পছন্দমতো ভ্যাক্সিন ও ভ্যাকসিনেশন সেন্টার।
৫. যাঁরা দুপুর ৩ টের মধ্যে নাম নথিভুক্ত করবেন, তাঁদেরকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে পরের দিন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
৬. সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।
৭. যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই সমস্ত নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।
৮. হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।
৯. সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।
১০। একসঙ্গে চারজনের নাম নথিভুক্ত করা যাবে corona vaccine co-win app এ।
আমাদের আনান্য পোস্ট :
1 thought on “আজ থেকে ভ্যাকসিন পাবেন ৬০ বছর বা তার বেশি বয়স্করা। রেজিস্টার করুন মোবাইল কো-উইন অ্যাপ (corona vaccine co-win app) এ ।”