কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল রাজ্যের ও বি সি (OBC) তালিকায় নাম থাকলেও মিলবে না কেন্দ্রীয় চাকরিতে সংরক্ষণ। কেন্দ্রীয় চাকুরীতে তে সংরক্ষণ পেলে হলে কেন্দ্রের ওবিসি ‘central obc list’ তালিকাতেও নাম নথিভূক্ত করতে হবে। যদিও এস সি (SC) বা এস টি (ST) দের ক্ষেত্রে এরকম নিয়ম নেই বলেই জানা যাচ্ছে। কেন্দ্রের সংরক্ষণ পেতে Central OBC Format অনুযায়ী ও বি সি সার্টিফিকেট নিতে হবে।
সম্প্রতি এক মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট এর এই রায়কে বড় রায় বলেই মনে করছে আইনজীবী মহল।
২০১৮ সালে CRPF অসম রাইফেলের কনস্টেবলে পদের এক বিজ্ঞপ্তিতে তফসিলি জাতি (SC) ও উপজাতিভুক্ত (ST) এবং ওবিসিদের (OBC) জন্য বেশ কয়েকটি আসন সংরক্ষিত ছিল।
ওই চাকুরীতে আবেদন করেন বীরভূমের বাসিন্দা পিন্টু আলি খান। আবেদনপত্রে সাথে জমা করেন ২০১২ সালে সিউড়ি সদর মহকুমা শাসকের ইস্যু করা ওবিসি সার্টিফিকেট।
কিন্তু CRPF কর্তৃপক্ষ পরিষ্কার ভাবে জানিয়ে দেয় , রাজ্যের ইস্যু করা ওবিসি (OBC) সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।
কেন্দ্রের নির্দিষ্ট ফরম্যাটে (Central OBC Format) -এ ইসু করা ওবিসি সার্টিফিকেট জমা করতে হবে।
আরও পড়ুন : SC ST OBC ছাত্র ছাত্রী দের স্কলারশিপ এর সুবিধা।
এই ঘটনার পর পিন্টু আলী খান কলকাতা হাইকোর্ট এ মামলা দায়ের করেন।
সেই মামলার পরিপ্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্ট পরিষ্কার ভাবে রায় দেয়।
হাইকোর্টের রায় : কেন্দ্রীয় সরকারি চাকরিতে এই সংক্রান্ত সুবিধা পেতে , আবেদনকারীর কাছে “National Commission for Backward Classes” বা NCBC–র ফরম্যাট নির্ধারিত সাটিফিকেট থাকা বাধ্যতামূলক।
মামলা টি এখানেই খারিজ হয়ে যায়। সুতরাং রাজ্যের ওবিসি তালিকাভুক্ত কারো কাস্ট , কেন্দ্রীয় ওবিসি তালিকায় থাকলে তাহলেই কেন্দ্রীয় চাকরিতে সুবিধা পাবে।
আরও পড়ুন : আপনার বুথের ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে ?
প্রসঙ্গ উল্ল্যেখযোগ্য ২০১৮ সালের ২৮ জুনের সংশোধিত বিল অনুযায়ী এ রাজ্যে মোট ৯৭টি শ্রেণিকে ওবিসি তালিকায় রাখা হয়েছে।
সেই ৯৭টি শ্রেণির সবক’টি এনসিবিসির (NCBC) ফরম্যাটের অন্তর্ভুক্ত নয়।
প্রতিটি রাজ্যের জন্য এনসিবিসির পৃথক তালিকা রয়েছে ।কেন্দ্রীয় তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রতিটি রাজ্যের ওবিসি তালিকাভুক্তরা সুবিধা পেয়ে থাকেন।
কিভাবে আবেদন করবেন কেন্দ্রীয় ও বি সি সার্টিফিকেট ।
কেন্দ্রীয় সরকারের ফরমেটে ওবিসি কাস্ট সার্টিফিকেট পেতে হলে আপনাকে জেলা সদর দপ্তর এ আবেদন করতে হবে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?
আবেদনের সময় উপযুক্ত প্রমার পত্র দিতে হবে । আপনার সব কাস্ট কেন্দ্রীয় ওবিসি লিস্ট Central obc list এ অন্তুর্ভুক্ত থাকে।
কিভাবে জানবেন আপনার কাস্ট কেন্দ্রের লিস্ট এ আছে কি না।
বর্তমানে কেন্দ্র অনুমোদিত লিস্ট সরকারি ওয়েবসাইট থেকে দেখতে পাবেন । এর জন্য আপনাকে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস (NCBC) এর অফিসিয়াল এ যেতে হবে।
ওয়েবসাইটে Central List of OBC’s অপশন পেয়ে যাবেন ।
ওই অপসন এ ক্লিক করে আপনাকে আপনার রাজ্য বেছে নিতে হবে।
রাজ্য বেছে নেওয়ার পর আপনি সংশ্লিষ্ট রাজ্যের পূর্ণাঙ্গ লিস্ট পায়ে যাবেন।
ডাউনলোড করুন কেন্দ্রের ওবিসি সার্টিফিকেট ফরমেট
আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই কেন্দ্রীয় ওবিসি সার্টিফিকেট বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ।
- হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে টাকা আদান প্রদান করার প্রয়োজনীয় প্রাথমিক কাজ
- আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ দেখে নিন মোবাইল অথবা কম্পিউটার থেকে
- সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ? SSY 2017
- What is NAD Registration 2018 in Bengali?
- রূপশ্রী প্রকল্প কি ,কেন এবং কিভাবে আবেদন করবেন ? আবেদন পত্র সমেত
Ami muslim mandal,railway te apply koreche ami ki obc subidha pabo?wb nadia