এবার ৩৫ কোটি গ্রাহক পেতে চলেছে জনধন একাউন্টের বিশেষ সুবিধে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন। যে সমস্ত গ্রাহকের প্রধানমন্ত্রীর জনধন প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট উনারা এবার থেকে পাবেন এই বাড়তি সুবিধে ( jan dhan yojana benefits)। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, জনধন প্রকল্পের (Jan Dhan Yojana) অ্যাকাউন্ট থাকলে একাউন্ট হোল্ডার পাবেন দুই বিমা প্রকল্পের সুবিধাও।
ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদি সরকার বছরে অল্প প্রিমিয়াম এ দুটি বীমা প্রকল্প চালু করেছেন।
এই প্রধানমন্ত্রী বীমা প্রকল্প গুলির নাম নিম্নরূপ
- সাধারণ বিমাটির নাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা প্রকল্প ।
- দুর্ঘটনা বিমাটির নাম দেওয়া হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প।
এবার থেকে জন ধন প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকলে একাউন্ট হোল্ডার পাবেন দুই বিমা প্রকল্পের সুবিধাও। এমনই সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে। jan dhan yojana benefits দেশের গরিব ও মধ্যবিত্ত দের অনেক সুবিধা হবে বলে মোট বিশেষজ্ঞ মহলের।
প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা প্রকল্প কি ?
১৮ থেকে ৫০ বছরের যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের আওতায় আসতে পারেন।
বছরে দিতে হবে মাত্র ৩৩০ টাকার প্রিমিয়াম।
গ্রাহকের মৃত্যু হলে দু লক্ষ টাকা পাওয়া যায় এই প্রকল্পে।
প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা প্রকল্প কি ?
প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্পের আওতায় আসতে পারেন ১৮ থেকে ৭০ বছর বয়সের ভারতীয় নাগরিকরা।
এই প্রকল্পে বছরে প্রিমিয়াম দিতে হয় মাত্র ১২ টাকা।
দুর্ঘটনায় মৃত্যু বা কর্মক্ষমতা চলে গেলে পাওয়া যায় দু লক্ষ টাকা।
আংশিক কর্মক্ষমতা খোয়ালে পাওয়া যায় এক লক্ষ টাকা।
আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি।
কেন্দ্রের এই ঘোষণার ফলে এই দুই বীমা প্রকল্পের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ভারতীয়রা বিমা সুবিধা পাবেন। এখানেই শেষ নয়। বিশেষ সূত্রে জানা যাচ্ছে এই অ্যাকাউন্টের মালিকদের আরও বেশকিছু সুবিধা দিতে পারে কেন্দ্র।
কি কি বিশেষ সুবিধে পেতে পারেন।
- তার মধ্যে অন্যতম হল রেকারিংয়ের সুবিধা দেওয়া।
- সুযোগ মিলবে ডিজিটাল লেনদেনেরও।
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
- ট্রাফিক আইন ভাঙলে বিপুল অংকের জরিমানা। ট্রাফিক ফাইন ২০২২ এর লিস্ট দেখে নিন।
- ভোটার ও আধার কার্ড লিংক কিভাবে করবেন। অনলাইন এবং অফলাইন এর মাধ্যমে।বিস্তারিত জানুন
- অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম (e shram ) কার্ড।
- রেশন কার্ডের সঙ্গে এ মাসেই জুড়তে হবে আধার নম্বর, জানুন কিভাবে করবেন কাজটি ?
- রাজ্যজুড়ে লকডাউন। জরুরি কাজে কিভাবে পাবেন ই পাস । West Bengal e pass online and offline
- সোশ্যাল মিডিয়াতে ঘুরছে ‘ দুয়ারে রেশন ‘এর বিজ্ঞপ্তি ? জানেন কি সত্যিটা?
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
1 thought on “জনধন অ্যাকাউন্টে বাড়তি সুবিধা , বড় ঘোষণা কেন্দ্রের। Jan Dhan Yojana New Benefits”