জিও আনছে সেট টপ বক্স ,খরচ কমবে টিভি দেখার Jio-Giga-Fiber

Jio Giga Fiber 

টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে পারে রিল্যায়েন্স জিও গিগা ফাইবার পরিষেবা। নতুন বছর থেকেই বাণিজ্যিকভাবে জিও গিগা ফাইবারের পরিষেবা দিতে শুরু করার কথা মুকেশ অম্বানীর সংস্থার। কেবল পরিষেবা ব্যবসায় আসার জন্য ইতিমধ্যেই ডেন এবং হ্যাথওয়ে এমএসও-র সিংহভাগ শেয়ার কিনে নিয়েছে রিল্যায়েন্স।

Jio Giga Fiber

সম্প্রতি ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসে জিও গিগাফাইবারের  দেখানো বিশেষ সুবিধে গুলি :

  • এই ব্রডব্যান্ড পরিষেবায় গ্রাহকদের একটি রাউটার দেওয়া হবে। যেটি ওয়াই-ফাইয়ের মাধ্যমে টিভি, কম্পিউটার, মিউজিক সিস্টেমের মতো কুড়িটি ডিভাইসের সঙ্গে একবারে কানেক্ট করা যাবে। একই সঙ্গে গ্রাহকরা একটি সেট টপ বক্স পাবেন, যেটি ইন্টারনেটের সাহায্যে চলবে। ফলে আপনার সাধারণ টিভি-ই বদলে যাবে স্মার্ট টিভিতে।
  • ভয়েস কম্যান্ড বা মুখের নির্দেশেই কাজ করবে সেট টপ বক্সের রিমোট।
  • বিগত সাতদিনের অনুষ্ঠান রেকর্ড করে রাখা যাবে।
  • মোবাইলে ভিডিও কল এলে তা টিভি স্ক্রিনে দেখা যাবে।
  • কম্পিউটার বা মোবাইলে সিনেমা চালিয়ে তা দেখতে পারবেন টিভিতে।
  • মাসে মাত্র পাঁচশো টাকাতেই মিলতে পারে ব্রডব্যান্ড এবং কেবল টিভি-র পরিষেবা।

Jio Giga Fiber

রিল্যায়েন্স জিও এই পরিষেবা শুরু করলে মোবাইলের মতো টিভি দেখার খরচও অনেকটাই কমতে পারে। কারণ তখন তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে অন্যান্য এমএসও এবং ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। চাপ বাড়বে চ্যানেলগুলির উপরেও।

গত অগস্ট মাস থেকেই জিও গিগা ফাইবার পরিষেবার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

যে এলাকা থেকে যত সংখ্যক আবেদন জমা পড়ছে, সেই অনুযায়ী অগ্রাধিকারের ভিত্তিতে বাড়িগুলিতে জিও গিগা ফাইবার পরিষেবার সংযোগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ অম্বানী।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

 

2 thoughts on “জিও আনছে সেট টপ বক্স ,খরচ কমবে টিভি দেখার Jio-Giga-Fiber”

Leave a Comment