সমস্ত ভারতীয় ফেসবুক ব্যবহারকারী দের জন্য ফেসবুক নিয়ে এলো দারুন নিরাপত্তা। নতুন প্রাইভেসি ফিচার নিয়ে হাজির হল কোম্পানি। এই ” Facebook Profile Lock Feature ” এর মাধ্যমে অ্যাকাউন্ট লক করে রাখতে পারবে ব্যবহারকারীরা । এর ফলে আপনার বন্ধু নয় এমন কোনো ব্যাক্তি আপনার প্রোফাইলে কিছু দেখতে পাবে না। .
পুরুষ এবং মহিলা সকলে এই সুবিধা ব্যবহার করতে পারবেন। তবে মূলত মহিলাদের অধিক নিরাপত্তা দিতেই ফেসবুক এই নুতন ফিচার নিয়ে এসেছে বলে জানা যাচ্ছে ।
ফেসবুক প্রোফাইল লক করলে কি কি সুবিধে পাবেন।
- কোনো ব্যবহারকারী একবার তার ফেসবুক প্রোফাইল লক করলে, বন্ধু নয় এমন কেউ সম্পূর্ণ প্রোফাইল পিকচার দেখতে পাবেন না।
- শুধু প্রোফাইল ফটো নয়, প্রোফাইল লক করার অর্থ আপনার বন্ধু নয় এমন কেউ আপনার কেন পোস্টও দেখতে পাবে না।
- আপনার প্রোফাইল এর এবাউট এর আংশিক দেখতে পাবে , জিনি আপনার বন্ধু নন।
- এছাড়াও কেউ আপনাকে ট্যাগ করতে পারবেনা না।
- পুরানো সমস্ত শেয়ার করার পোস্ট গুলি প্রাইভেট হয়ে যাবে।
কিভাবে ব্যবহার করবেন এই সুবিধা ?
যেকোনো ভারতীয় ইউজার তার প্রোফাইল থেকে More Option এ গিয়ে প্রোফাইল লক করে রাখতে পারবে। ওই অপশনে গিয়ে ব্যবহারকারীদের লক প্রোফাইল বিকল্পটি ট্যাপ করতে হবে । এটি এনাবল হয়ে গেলে, আপনি প্রোফাইলে একটি নীল ব্যাজ দেখতে পাবেন যার অর্থ আপনার প্রোফাইল লক হয়ে গেছে।
তবে আপনি প্রয়োজন মতো প্রোফাইল আনলক ও করতে পারবেন। তার জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে এবং আনলক প্রোফাইল অপসন টি সিলেক্ট করতে হবে।
- এ এক স্বপ্নের দুনিয়া ‘মেটাভার্স’ । What is metaverse?
- তিন বাঙালি যুবকের তৈরি স্মার্টফোনেই অক্সিমিটার। একদম বিনামূল্যে। স্মার্টফোন পাল্স অক্সিমিটার
- স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ। SelfScan Mobile Application
তবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ফিচার চালু ছিল। এবার ভারতীয়দের জন্য ও ফেসবুক এই প্রাইভেসি ফিচার নিয়ে আসছে।
ফেসবুক মেসেন্জার এর লাইভ ফিচার
এদিকে ফেসবুকে মেসেঞ্জার রুম ফিচার লাইভ করা হয়েছে। যেখানে একবারে ৫০ জন কে ভিডিও কলে যুক্ত করার সুবিধা পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড, iOS, Windows ও MacOS ব্যবহারকারীরা ফেসবুক ম্যাসেঞ্জার রুম ব্যবহার করতে পারবেন।
এরজন্য সমস্ত ব্যবহারকারীকে তাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। এরপর মেসেঞ্জার ‘চ্যাট’ অপশনের পাশে ‘পিপল’ অপশন দেখা যাবে। এখানে ক্লিক করলেই ‘ক্রিয়েট এ রুম’ অপশন পাওয়া যাবে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের “Facebook profile lock feature” বিষয়ক পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
1 thought on “ভারতীয়দের জন্য প্রোফাইল নিরাপত্তায় বাড়তি সুযোগ ফেসবুকের। ফেসবুক লক ফিচার”