Process of sneher paras mobile application

বাংলার মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন , এই লকডাউন এর সময় যে সমস্ত পরিযায়ী শ্রমিক আটকে পড়েছেন এবং ঘরে ফিরতে পারছেন না তাঁদের কে “Sneher Paras” প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সাহায্য করবে। এই “Sneher Parash” প্রকল্পে আবেদন করতে হবে, তবেই মিলবে এককালীন ১,০০০ টাকা। কিভাবে mobile application থেকে আবেদন করবেন এবং কিভাবে মিলবে টাকা আজ আমারা সব দেখে নেব এই খবরে।

Sneher Paras প্রকল্পে আবেদন করার যোগ্যতামান

যে সমস্ত কর্মী এই লকডাউনের জন্য ২৪.০৩.২০২০ তারিখ থেকে বাইরে আটকে পরেছেন তাঁরা এই অর্থ পাবেন।

  • পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
  • EPIC/VOTER/KHADYASATHI NUMBER লাগবে যেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রমাণ করবে।
  • আরও কিছু শর্ত নোটিশে দেওয়া আছে… নীচে নোটিশটি ডাউনলোড করে একবার দেখে নেবেন।

কিভাবে আবেদন করবেন স্নেহের পরশ প্রকল্পে

মোবাইল আপ sneher paras mobile application এর মাধ্যমে যেটা আপনি google play store or www.wb.gov.in থেকে ডাউনলোড করতে পারবেন।

snehr paras mobile application
পোস্ট অফিস এর নুতুন সার্ভিস নেট ব্যাঙ্কিং শুরু হলো। জানা খুব জরুরি ।

কি কি লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য

  • আবেদনকারীর ছবি,
  • EPIC/VOTER/KHADYASATHI NUMBER, BANK ACCOUNT DETAILS,
  • পশ্চিমবঙ্গের পরিচিত কারোর মোবাইল নাম্বার । সঙ্গে ঐ পরিচিত ব্যক্তির সঙ্গে আবেদনকারীর সম্পর্ক , ঐ পরিচিত ব্যক্তির নাম লাগবে।

জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা।

আবেদন গ্রহণ :– DISTRICT MAGISTRATE আবেদনের তথ্য গুলো ভালো করে দেখবেন এর পর সব ঠিক থাকলে আবেদনকারীর BANK ACCOUNT ১০০০ টাকা দিয়ে দেবেন।

আবেদনের সময়সীমা : – ২০ এপ্রিল ২০২০ থেকে ৩ রা মে ২০২০ পর্যন্ত ।

সরকারি নোটিফিকেটে ডাউনলোড করে নিন

বিষদে জানতে :– www.wb.gov.in সাইটি ভিজিট করুন or Click Here

হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।


স্নেহের পরশ মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

গুগুল ড্রাইভ থেকে ডাউনলোড করুন

মোবাইল এপ্লিকেশন এ আবেদনের পদ্ধতি দেখে নিন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

Process of sneher paras mobile application

আমাদের  sneher paras mobile application  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

10 thoughts on “Process of sneher paras mobile application”

Leave a Comment