Sneher Parash Prokolpo for Migrant Workers

অনেকেই বলেন মমতার সরকার মানেই মানবিক সরকার। এবার তারই প্রতিফলন ঘটতে চলেছে এই লকডাউন পিরিয়ড এর মধ্যেই। সূচনা হলো নুতন একটি প্রকল্প ‘স্নেহের পরশ’। Sneher Parash Prokolpo Scheme In West Bengal For Migrant Workers.

Sneher Parash Prokolpo

ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল রাজ্য সরকার।  অনলাইনে তাঁদের টাকা দেবে মমতা সরকার। স্নেহের পরশ নামে এই প্রকল্পে ভিন রাজ্যে আটকে পড়া প্রত্যেক বাংলার শ্রমিককে হাজার টাকা করে দেওয়া হবে।

স্নেহের পরশ নামে এই প্রকল্পে ভিন রাজ্যে আটকে পড়া প্রত্যেক বাংলার শ্রমিককে হাজার টাকা করে দেওয়া হবে। শুক্রবার নবান্নে সভাঘরে ভিডিও কনফারেন্স বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে ভিন রাজ্যে আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের চিহ্নিত করে তাদের অর্থ সাহায্য করা হবে।

বাংলার বহু শ্রমিক ভিন রাজ্যে কাজে গিয়ে এই পরিস্থিতিতে আটকে পড়েছেন । সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মৌলিক অধিকার যাতে বজায় রাখা যায়, সে ব্যাপারে রাজ্য সরকারকে দৃষ্টি নিক্ষেপ করতে একাধিকবার বিভিন্ন ক্ষেত্র থেকে আবেদন করা হয়। সেই সময় আর্ত মানুষদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা।

সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?

আবেদন করার জন্য কি কি কাগজ লাগবে ?

১। শ্রমিকের নিজের ফটো ।

২। খাদ্যসাথী কার্ড নম্বর বা ভোটার কার্ড বা আধার কার্ড নম্বর।

৩। ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর বিবরণ ।

৪। লোকাল পরিচিতর বিবরণ । নাম , সম্পর্ক এবং মোবাইল নং ।

Sneher Paras প্রকল্পে কিভাবে আবেদন করা যাবে ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছেন অ্যাপের মাধ্যমে নাম নথিভুতক্ত করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকের অ্যাকাউন্টে হাজার চাকা পাঠিয়ে দেওয়া হবে। এরকম শ্রমিকেরা সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করতে পারবেন। তার যাবতীয় তথ্য ২৪ ঘন্টার মধ্যে যাচাই করে প্রশাসনের তরফে টাকা পাঠানোর অনুমতি দদিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ।

আবেদন করার জন্য একটি মোবাইল এপ্পলিকেশন ডাউনলোড করতে হবে । মোবাইল এপ্পলিকেশ্ন টি Google Paly Store অথবা www.wb.gov.in এ পাওয়া যাবে । এপ্পলিকেশ্ন টির নাম ” West Bengal Sneher Paras ”

এপ্লিকেশন পদ্ধতি এবং আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

Sneher Parash Prokolpo for Migrant Workers

আমাদের Sneher Parash Prokolpo  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

18 thoughts on “Sneher Parash Prokolpo for Migrant Workers”

Leave a Comment