বিশেষ অ্যাপের মাধ্যমে ,আগামী পয়লা (১ লা ) মে থেকে জোরকদমে চাষিদের কাছ থেকে ধান কেনার অভিযান শুরু করতে চলেছে খাদ্যদপ্তর । কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে ঘোষণা করেন অন্নদাত্রী অ্যাপের (Annadatri Mobile App) মাধ্যমে চাষিদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ।
করোনা সংক্রমণ নিয়ে আশঙ্কার কারণে চাষিরা সরকারি ক্রয় কেন্দ্রে -কিষাণ মান্ডি এসে ধান বিক্রি করতে ভয় পেতে পারেন , এই কারণে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে । রাজ্য সরকার মনে করছে , তাই বর্তমান পরিস্থিতিতে চাষির কাছে টাকা পৌছে দেওয়াটাও খুব জরুরি । পাশাপাশি আগামী দিনের জন্য রেশন দোকান , মিড ডে মিল প্রকল্প , অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও সাধারণ ত্রাণ খাতে চালের চাহিদা মেটাতে সরকারি উদ্যোগে আরও ধান সংগ্রহ করতে হবে ।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন ‘জয় বাংলা’ – উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ। -Joy Bangla Pension
ধান সংগ্রহের জন্য বিশেষ ‘ অন্নদাত্রী ’ অ্যাপ তৈরি নিয়ে গত মঙ্গলবার সরকারের বিশেষ টাস্ক ফোর্স বৈঠকে বসছে ।খুব তাড়াতাড়ি অ্যাপটি তৈরি করে চালু করতে চাইছে সরকার । শুধুমাত্র মোবাইল এপ্লিকেশন নয় পাশাপাশি বিশেষ টোল ফ্রি নম্বরে ফোন করলেও চাষির কাছে গিয়ে ধান কেনা হবে বলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন । টোল ফ্রি নম্বর সহ অ্যাপ নিয়ে প্রচার চালিয়ে চাষিদের এ ব্যাপারে সচেতন করার ব্যবস্থা হচ্ছে বলে খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে ।
করোনা মোকাবিলায় কেন্দ্রের আর্থিক প্যাকেজ -উপকৃত চাকুরীজীবি থেকে অসংঘটিত শ্রমিক।
পয়লা (১ লা )মে । থেকে যাতে ধান সংগ্রহ শুরু হয়ে যায় , পুরোদমে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে দপ্তর । জানা গিয়েছে , কোনও চাষি অ্যাপের মাধ্যমে বা ফোনে সরকারের কাছে ধান বিক্রি করতে চাইলে , ওইদিনই যাতে তা করা যায় সেই চেষ্টাও করা হবে । বিডিও অফিসের মাধ্যমে ওই ধান কেনা হবে । বিডিও অফিসের এক আধিকারিক চেক সঙ্গে করে নিয়ে যাবেন । ধান কেনার পর চেকের মাধ্যমে দাম মিটিয়ে দেওয়া হবে ।
কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension
চাষির কাছে গিয়ে ধান কিনতে ছোট ও বড় পণ্যবাহী গাড়ির ব্যবস্থা করতে হচ্ছে । ওই গাড়িতেই থাকবে ওজন করার যন্ত্র । গ্রাম থেকে ধান কিনে লরি সরাসরি চলে যাবে রাইস মিলে । অ্যাপের মাধ্যমে ধান বিক্রি করতে ইচ্ছুক চাষিকে তাঁর নাম , গ্রাম ও ব্লকের নাম , মোবাইল নম্বর প্রভৃতি জানাতে হবে । ধান কেনার প্রক্রিয়ায় গ্রামের স্বয়ম্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে ।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের Annadatri Mobile App বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
2 thoughts on “সরকার ধান কিনবে মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে।”