পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন ‘জয় বাংলা’ – উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ। -Joy Bangla Pension

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রায় প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর উন্নতি করার মরিয়া। এবার সেই পদক্ষেপে আরও নুতন সংযোজন ” জয় বাংলা” পেনশন যোজনা – Joy Bangla Pension

joy bangla pension

এবার ৬০ বছর বয়স হলে রাজ্যের সব বাসিন্দাই ‘জয় বাংলা’ প্রকল্পের অধীনে মাসিক এক হাজার টাকা করে পেতে পারেন। রাজ্যের ২০২০-২১ সালের বাজেটে এই প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে । কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন SC সম্প্রদায়ভুক্ত ৬০ বছরের বেশি ব্যক্তিদের জন্য “তপশিলি বন্ধু” ও ST সম্প্রদায়ভুক্ত ৬০ বছরের বেশি ব্যক্তিদের জন্য “জয় জহার “ প্রকল্প। এবার এই প্রকল্প গুলোও এই “জয় বাংলা” প্রকল্পের মধ্যেও চলে আসছে।

এছাড়াও আগে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন প্রকল্পে যেমন বিধবা ভাতা বা যে সব মাসিক ভাতায় মহিলারা ৬০০, ৭০০ টাকা করে পেতেন, তাঁরা সবাই এবার এক হাজার টাকা করে পাবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

অর্থাৎ সমস্ত সরকারি পেনশন প্রকল্প গুলোকে একটি ছাতার আওতায় আনা হচ্ছে, আর সেই প্রকল্প হলো জয় বাংলা।

জয় বাংলা কোন কোন প্রকল্প কে একত্রিত করা হয়েছে ?

  • তফশিলী বন্ধু (নতুন স্কিম)
  • জয় জোহার (নতুন স্কিম)
  • মানবিক
  • লোক প্রসার প্রকল্প
  • বার্ধক্য ও বিধবা পেনশন স্কিম (W&CD)
  • বার্ধক্য ও বিধবা পেনশন স্কিম (P&RD, UD&MA)
  • কৃষকদের বার্ধক্য পেনশন
  • শিল্পী ও তাঁতী দের বার্ধক্য পেনশন

আগামী ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন উপভোক্তারা। পেনশনের জন্য অফলাইনের সাথে সাথে অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে ।

পেনশনের টাকা সরাসরি চলে যাবে প্রাপকের একাউন্ট এ।

জয় বাংলা (Jai Bangla) পেনশন প্রকল্পের আবেদন করার আগে কোন কোন ডকুমেন্ট প্রস্তুত করে রাখবেন ?

  • পরিচয়ের প্রমান (Identity Proof)
  • ঠিকানার প্রমান (Address Proof)
  • বয়সের প্রমান (Age Proof)
  • ব্যাঙ্ক পাস্ বই (Bank Passbook)
  • জাতিগত শংসাপত্র (Caste Certificate)

জয় বাংলা প্রকল্পের আবেদন পত্র এবং বিভিন্ন সরকারি নির্দেশিকা।

সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?

বিশদে জানার জন্য যোগযোগ করুন নিকটবর্তী BDO অথবা SDO অফিসে।

আগে সব মিলিয়ে রাজ্যের মোট ২০ লক্ষ মানুষ পেনশন পেতেন। ‘জয় বাংলা’ প্রকল্পে সব মিলিয়ে ৬০ লক্ষ মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রকল্পে সরকারের খরচ হচ্ছে ১,২০০ কোটি টাকা।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন 'জয় বাংলা' - উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ। -Joy Bangla Pension

আমাদের Joy Bangla Pension বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

36 thoughts on “পশ্চিমবঙ্গের সকলের জন্য পেনশন ‘জয় বাংলা’ – উপকৃত হবেন ৬০ লক্ষ মানুষ। -Joy Bangla Pension”

  1. ৬০ লক্ষ মানুষকে ১০০০ টাকা করে দিতে কিভাবে ১২০০ কোটি টাকা খরচ হয়, অনুগ্রহ করে জানালে ভালো হয়।

    Reply
    • আমি শিলিগুড়ি 40নং ওয়ার্ডের অন্তর্গত একজন পার্টি কর্মি (সমাজ সেবক) জয়নাল আবেদিন সাগর আমাদের ওয়ার্ড থেকে প্রায়37 জন জয় বাংলা s/c ভাতা করে দেই কিন্তু ঘটনা হল 2ই একজন টাকা পেলেও1 মাস হয়ে গেলো বাকিদের কোনো খবর নাই,যেমন আরতি সরকার,ধীরেন মন্ডল,শচিনদাস,মদন দাস,সব 40নং ওয়ার্ডে,(আরতি,রায় ওয়ার্ড 36 )(দুলাল হালদার 39 ওয়ার্ড)ওয়ার্ড 40 সুনিল দাস ,কার্তিক দাস,ভাসানী হালদার,মালতি হালদার,ধরণী দাস,তরণী দাস,দীনবন্দু সরকার,বিমলা হালদার,খুকী রায়,বৈশাখি রায়,কৈলাশ দাস,সোনারতি সরকার,সুবোধ রায়,মালতি হালদার,ফুলো বিশ্বাস,চপলা হিরা,বাকি নাম মনে নাই একটু দয়া করে তারাতারি করে দিলে উপকৃত হত ইতি jainal abedin sagar siliguri subhas nagar community. Hall road ward no 40 m:9832367072

      Reply
  2. Respected Sir,

    Could you please tell me whether the Old Age Pension scheme under ‘Joy Bangla Project’, is this only for the Sc/St or a General Cast Person also can apply for this pension.

    Regards,
    S Chatterjee
    Ballygunge
    Mar11,2020

    Reply
    • dekhun total 9 ta scheme joint kora hoyeache , baki scheme gulote apni abedon korte paren , form bdo, sdo or panchayat theke collect kore neben.

      Reply
    • আমি শিলিগুড়ি 40নং ওয়ার্ডের অন্তর্গত একজন পার্টি কর্মি (সমাজ সেবক) জয়নাল আবেদিন সাগর আমাদের ওয়ার্ড থেকে প্রায়37 জন জয় বাংলা s/c ভাতা করে দেই কিন্তু ঘটনা হল 2ই একজন টাকা পেলেও1 মাস হয়ে গেলো বাকিদের কোনো খবর নাই,যেমন আরতি সরকার,ধীরেন মন্ডল,শচিনদাস,মদন দাস,সব 40নং ওয়ার্ডে,(আরতি,রায় ওয়ার্ড 36 )(দুলাল হালদার 39 ওয়ার্ড)ওয়ার্ড 40 সুনিল দাস ,কার্তিক দাস,ভাসানী হালদার,মালতি হালদার,ধরণী দাস,তরণী দাস,দীনবন্দু সরকার,বিমলা হালদার,খুকী রায়,বৈশাখি রায়,কৈলাশ দাস,সোনারতি সরকার,সুবোধ রায়,মালতি হালদার,ফুলো বিশ্বাস,চপলা হিরা,বাকি নাম মনে নাই একটু দয়া করে তারাতারি করে দিলে উপকৃত হত ইতি jainal abedin sagar siliguri subhas nagar community. Hall road ward no 40 m:9832367072

      Reply
  3. সরকার মুখে বলে এক কাজে করে তার থেকে কম কারন প্রতিবন্দি ভাতার জন্য ফর্ম ফিলাপ প্রতি বছর করে যাচ্ছি এখনও পর্যন্ত প্রতিবন্দি ভাতা র টাকা পাইনি আমি নিজেই তার প্রমান

    Reply
  4. general cast ar bidhoba ra ki dosh korlo,r “1000/-” takay ajker 21st century te ki hoy!!!?? Jinish potrer dam kromosho brche,doya kore antoto 10,000/- deber babostha korle amra beche jai,medicine,doctor,ar pichone jomano taka ses,dya kore 10,000/- dbr babostha korun,proti mashe,plz akanto anurodh,sorkari kirmochari ra barite boshe 25-30k pension pay,tdr jodi boshiye boshiye ato pension deowa jay tale amra nimno modhhobitto jara interest vangiye khai kono rokome,tdr general cast dr antoto 10k kore dite ki hoy madam momota didi plz jate aktu shukhe thakte pari tr babobstha kore din,,,amy vul bujhben na,marjona korben
    Jadavpur garfa
    Swatilekha sengupta

    Reply
  5. Pingback: essay

Leave a Comment