কত টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা তে জেনে নিন

মেয়েদের ভবিষ্যত  সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি তারমধ্যে অন্যতম । দেশের মেয়েদের শিক্ষার হার বাড়াতে এটি কেন্দ্রীয় সরকারের অন্যতম বিকল্প কর্মসূচি। “সুকন্যা সমৃদ্ধি যোজনা”  টি সেই বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের বিশেষ অংশ বিশেষ। বর্তমানে  এই প্রকল্পটি  শিশুকন্যাদের ভবিষ্যতের জন্য অমূল্য সঞ্চয় প্রকল্প এই প্রকল্পটি হিসেবে বিবেচিত ।

প্রকল্পের সুবিধে :

বর্তমানে এই যোজনায় সুদের হার 8.5 শতাংশ। তাই দশ বছর বয়স থেকে টাকা জমালে মেয়ের বয়স একুশ বছর হলেই 75 লক্ষ টাকা পাবেন তাঁরা। তাই মেয়েদের পড়াশুনা থেকে আনুসঙ্গিক খরচ উঠবে এখান থেকেই। যেকোনো পোস্ট অফিস বা ব্যাঙ্কে মেয়েদের জন্য অ্যাকাউন্ট খোলা যাবে।

জেনে নিন সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য প্রয়োজনীয় কয়েকটি তথ্যঃ

  • একটি মেয়ের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে  । দত্তক বাবা-মায়েরাও শিশুদের জন্য অ্যাউন্ট খুলতে পারবেন। এর জন্য প্রয়োজন বার্থ সার্টিফিকেট।
  • একই বাবা-মায়ের দুটি সন্তানের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট খোলা যাবে। দুই-য়ের বেশি জনের জন্য এই যোজনা গ্রাহ্য নয়।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

  • শিশুকন্যাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দশ বছর বয়স থেকে টাকা জমালেও আঠের বছর বয়স হলে মেয়েটি প্রয়োজনে জমানো টাকার অর্ধেকাংশ তুলে নিতে পারবেন। এবং মেয়াদ যেহেতু একুশ বছর বয়স অবধি তাই একুশ বছরের পর আর কোনো সুদ অ্যাকাউন্টে যুক্ত হবে না। টাকা চাইলে জমা রাখা যেতে পারে।
  • দশ বছর থেকে একুশ বছর অবধি যদি দেড় লক্ষ টাকা জমা করা যেতে পারে তাহলে একুশ বছর বয়সে শিশুকন্যার প্রাপ্ত অর্থের পরিমান হবে পঁচাত্তর লক্ষ টাকা।

সামাজিক সুরক্ষা যোজনার বিষয়ে জানতে এখানে ক্লিক করুন ।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

5 thoughts on “কত টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা তে জেনে নিন”

Leave a Comment