অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা ,জীবন সংগ্রাম , শারীরিক অক্ষমতা ও অসমর্থতা ,সন্তান প্রতিপালনের দায়দায়িত্ত্ব ,রোগনিরাময় এবং আরোগ্যলাভের জন্য স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি ক্ষেত্রে সক্ষম করে তোলার কথা মাথায় রেখে এবং এই সকল উদ্দেশ্য সাধনের জন্য তাদের আয় সুনিশ্চিতকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রচলিত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে একত্র করে একটি মাত্রা প্রকল্পে পরিণত করে , সকল শ্রমিক কে সমান সুবিধে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ০১.০৪.২০১৭ থেকে ” সামাজিক সুরক্ষা যোজনা ,২০১৭” সমগ্র পশ্চিমবঙ্গে চালু হয়েছে।
কারা সামাজিক সুরক্ষা যোজনা -তে অন্তর্ভুক্ত হতে পারবেন :
১. (ক) ৪৬ টি অসংঘটিত শিল্প (খ ) ১৫ টি স্বনিযুক্ত পেশায় নিযুক্ত শ্রমিকগণ
২. ” ভবন ও অন্যান্য নির্মাণকর্মী ( নিয়োগ , নিয়ন্ত্রণ ও চাকুরীর শর্ত ) আইন ১৯৯৬ ” – অনুযায়ী নির্ধারিত নির্মাণকর্মী এবং এছাড়াও এই আইনের অন্তর্ভুক্ত ইট ভাটার শ্রমিক , পাথর ভাঙা ও পাথর গুঁড়ো করার কাজে নিযুক্ত শ্রমিক।
৩. পশ্চিমবঙ্গ পরিবহন কর্মী সুরক্ষা প্রকল্প , ২০১০ -এ নির্ধারিত ও নিবন্ধীকৃত শ্রমিকরা এই যোজনার অন্তর্ভুক্ত হতে পারবে।
৪. এছাড়াও ভবিষ্যনিধি প্রকল্পে যে সমস্ত শ্রমিকরা ইতিমধ্যেই নথিভুক্ত আছেন , উনারাও এই প্রকল্পে যুক্ত হতে পারেন।
৫. এছাড়া সদস্য হতে ইচ্ছুক যে কোনো অসংঘটিত শ্রমিক যিনি পশ্চিমবঙ্গে বসবাস করেন , বয়স ১৮ থেকে ৬০ এবং পারিবারিক উপার্জন মাসে ৬৫০০/- টাকার বেশি নয়, তিনি অনলাইনেই এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন।
বি: দ্রঃ – যে সমস্ত পুরানো ভবিষ্যনিধি প্রকল্প , নিৰ্মাৰ্কর্মী প্রকল্প এবং পরিবহন শ্রমিক রয়েছেন , উনারা একটি নির্দিষ্ট ফর্ম -১ ভর্তি করে সামাজিক সুরক্ষা প্রকল্পে নাম নথিভুক্ত করে নিতে পারেন , তবে এক্ষেত্রে প্রতি মাসে সরকারি তহবিলে ২৫ টাকা হারে চাঁদা জমা করে ভবিষ্যনিধি প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে।
বর্তমানে এই সামাজিক সুরক্ষা যোজনা তে প্রভিডেন্ট ফান্ড বাবদ ২৫ টাকা মাসিক চার্জ লাগবে না।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে আবেদন করবেন ?
সামাজিক সুরক্ষা যোজনায় আবেদন করতে হলে আপনাকে তথ্যমিত্র কেন্দ্র বা অনলাইন সেন্টারে এ যোগাযোগ করতে হবে , কারন আবেদন পদ্ধতি সুম্পূর্ণ অনলাইন এই যোজনায় আবেদন করার জন্য আপনাকে যেতে হবে SSY WEBSITE এই ওয়েবসাইটি তে l নিচের ভিডিও টি দেখে আপনি আবেদন পদ্ধতি সুম্পূর্ণ বুঝে যাবেন ..
SSY আবেদন করার পর কি করবেন ?
আবেদন করার পর আপনার SSIN নাম্বার নিয়ে আপনার নিকটবর্তী ব্লক অফিসের সংলগ্ন শ্রমিক কল্যাণ সৌকর্য কেন্দ্র (LWFC) তে যোগাযোগ করুন l LWFC অফিসার IMW ( Inspector of Minimum Wages ) আপনাকে এই ব্যাপারে সুম্পূর্ণ সহায়তা করবেন l
কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension
অথবা
আপনার এলাকায় যদি SLO ( Self Labour Organiser ) থাকে তাহলে উনার সাথেও যোগাযোগ করতে পারেন l
বি: দ্রঃ – শ্রম দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগ তথ্য এবং পশ্চিমবঙ্গের সমস্ত রিজিওনাল লেবার অফিস এর যোগাযোগ তথ্য l
এছাড়া যে কোনো তথ্যের বা সহায়তার জন্য শ্রমিক সাথী নম্বর এ ফোন করুন বিনামূল্যে:
১৮০০১০৩০০০৯ (টোল ফ্রি )
নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প ।
সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুবিধে :
সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিক দের অনেক ধরনের আর্থিক সুযোগ সুবিধে আছে। শিক্ষা , স্বাস্থ, মৃত্যুকালীন ,শারীরিক অসমর্থতা এবং দক্ষতা বিকাশ প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে জানতে এখানে ক্লিক করুন l
কৃষক বার্ধক্য ভাতা-২০১৮ কিভাবে পাবেন।
বর্তমানে এই প্রকল্পের বেনিফিটের আবেদন অনলাইন এর মাধ্যমের হচ্ছে। অনলাইন বেনিফিট আবেদন পদ্ধতি জানতে এখানে ক্লিক করুন।
প্রয়োজনীয় ফর্মের জন্য নিচের লিংক গুলো দেখুন :
১. আবেদন পত্র – ফর্ম -১
২. বিভিন্ন প্রকার সুযোগ সুবিধের / বেনিফিটের ফর্ম -৫
৩. সরকারি আদেশ
অনলাইন বেনিফিট আবেদন SSY-2017
এতদিন পর্যন্ত এই প্রকল্পে আবেদনের জন্য অফিস এ গিয়েও আবেদন করতে হতো। এখন এই Samajik Suraksha Yojona তে আবেদন করার জন্য ওয়েবসাইট এ গিয়েও , নিজের প্রোফাইল এ লগ ইন করে আবেদন করা যাবে। আবেদন করার পর সমস্ত কাগজ পত্র এর হার্ড কপি অফিস এ গিয়েও জমা করতে হবে। অনলাইন আবেদন করার পদ্ধতি জানার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের এই সামাজিক সুরক্ষা যোজনা পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের।
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
- মমতা সরকার দিচ্ছে পড়ুয়া দের ৮০০ টাকা করে মেধাশ্ৰী স্কলারশিপ। কারা পাবে? নিয়ম কী কী আছে?
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
- আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম তোলে নি তো ?
Ami sri Bappabanerjee amisvskoloana applykorechi 7.7.2017 amisvskploan paini mo 7890321803 amarbarri sarsuna Kolkata 61
আমি ssy নাম নথিভুক্ত করেছি 2010 এ ও 1/08/2017 অবদি টাকা দেওয়া আছে কিন্ত তার পর আথিক কারনে অমি টাকা দিতে পারিনি,আমি আবার এই বইটি চালু করতে চাই কি করতে হবে যদি জনান খুব উপকৃত হয়
এর ফর্ম কোথায় পাওয়া যায়
sesher dike deowa ache dekhun
ai web side paben
মোবাইল থেকে ফর্ম ফিলাপ করতে গিয়ে ডেট অফ বার্থ এর কলমে গিয়ে আটকে যাচ্ছি,এটা ঠিক হবে কিভাবে?
Umm
Thanks for comment.
Sir Amar Maa er 60 years complete . Amar ma Ami yojona r book achhe . ekhon ki vabe taka ferot pawa jabe . office theke bolchhe ssin no bar Kore niya jete. Kivabe ai no bar korbo bujhte parchhi na r office theke kono help korchhe na . tai jodi help Korean .
sir, amar dadar age 60 cover hayeche.kibhabe taka return pabo janale khushi hobo. collection agent help korchena. amar nijer ekta SASPFUW PASS BOOK ACHE.AMI NIJE ONLINE REGISTRATION ER JONNE APPLY KORECHI. KINTU SEND BACK HOYECHE. SEND BACK REASON ‘REGISTRATION NO?’ COLLECTION AGENT ER SOHOJOGITA PACHHINA, PLEASE, HELP ME.
ssy.wblabour websit e giye quick application-yes-yours old passbook reg.no ebhabe uplod korun. for detail mob.7001381765
apnar labour passbook ta te ssin no. ache ar jodi no ta valid na hoy tahole online digital center theke akhon e oi boi take registration kore nin ba amar sathe o contact korte paren. my email: karmakardigitalpoint@gmail.com
আমি একটি বেসরকারী কারখানায় কাজ করি। মাসিক বেতন ৫০০০টাকা। পিএফ ও ইএসআই আছে। তাহলে কি আমি এবং আমার স্ত্রী এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারব?
দিদি সাঁকরাইলে বলেছিলেন বাংলর ছেলে দের জরির কাজ করতে বাইরে যেতে হবে না । সাঁকরাইলে জরী হাব বানাবেন। সেটা তো হলনা ,তার উপর এদের ssy যোজনায় রাখাও হলনা । জরি শিল্পের সঙ্গে প্রধানত মুসলিম আর্থিক দুর্বল মানুষ জরিয়ে রোয়ছে ।এটাকি আসংঘটিত শিল্প ময়?
na. 4000 is monthly income limit hole paben
If any student stading in BSc nursing .And her parents have ssy card, how much scholarship will get she ? Is Bsc nursing student are treated as a medical student ?
আপনি অনলাইন আবেদন করার সময় সব বুঝতে পড়বেন , এখন অনলাইন আবেদন হওয়ার ফলে , বেনিফিটের এমাউন্ট গুলো অটোমেটিক সেট হয়ে যায়। অনলাইন বেনিফিট আবেদন পদ্ধতি
স্যার বলছি জে আমি ssy এ নাম নতি ভুক্ত করেছি তাহলেকি আমরা টাকা পাবো না আরও কিছু করতে হবে বললে ভালো হয়ে?
je somosto benefit ache , apni jadi segulir jogyo houyea thaken , tahole online abedon karun.
ssy,samajik surakha youjna for all detels
Application from joma korar koto din pore ssin no. Pabo?
online submit houar sathe sathei paben.
আমি SSY তে registered িনর্মান কর্মি িহসাবে৷ আমার বাৎসরিক subscription আমি online িক ভাবে জমা দেবো? ৩০ টাকা জমা দিেতে েগলে department ১৫০ টাকা নেয়।
online e joma korar proces niyea khub taratari otgbangla youtube channel e video publishe dkore debo.
sir, amar dadar age 60 cover hayeche.kibhabe taka return pabo janale khushi hobo. collection agent help korchena. amar nijer ekta SASPFUW PASS BOOK ACHE.AMI NIJE ONLINE REGISTRATION ER JONNE APPLY KORECHI. KINTU SEND BACK HOYECHE. SEND BACK REASON ‘REGISTRATION NO?’ COLLECTION AGENT ER SOHOJOGITA PACHHINA, PLEASE, HELP ME.
sir, amar dadar age 60 cover hayeche.kibhabe taka return pabo janale khushi hobo. collection agent help korchena. amar nijer ekta SASPFUW PASS BOOK ACHE.AMI NIJE ONLINE REGISTRATION ER JONNE APPLY KORECHI. KINTU SEND BACK HOYECHE. SEND BACK REASON ‘REGISTRATION NO?’ COLLECTION AGENT ER SOHOJOGITA PACHHINA, PLEASE, HELP ME.
SIR BOLCHI JA A S S Y A KONO CILAM ACHA KI
আমি একজন নির্মাণ কর্মী। সামাজিক সুরক্ষা যোজনায় অনলাইন রেজিস্ট্রেশন করতে গিয়ে ‘নথিভুক্ত’ অপশনটিতে ক্লিক না করে ‘নথিভুক্ত নই’ অপশনটিতে ক্লিক করে পূরণ করতে শুরু করে দিই এর ফলে আমার SSIN নাম্বারও জেনারেট হয়ে যায়। সেটি হল 237050000724. এখন যেহেতু আমার নির্মাণকর্মীর পাশবই আছে তার তথ্য আমি কিভাবে অন্তর্ভুক্ত করব জানালে উপকৃত হই। আবার আরেকটি সমস্যাও হয়েছে। প্রয়োজনীয় ডকুমেণ্টস গুলির স্ক্যান কপি আপলোড করা হয়নি। পরে লগইন করে করতে যাচ্ছি কিন্তু তার কোন লিংক বা বাটান পাচ্ছি না। তাই এই সমস্যার থেকে উৎরানোর জন্য পথনির্দেশ দিলে বাধিত হই। ইতি শ্রীকান্ত পাল।
please contact with me: karmakardigitalpoint@gmail.com for govt. digital point
Pradhantarun53@gmail.com
srikanta da amke help korun.. amar oo oi eki prblm.. amke parle ph korun ekbar.. 6294689834
sir,
We are Contractual staff in Block/GP level MGNREGA Cell. Are we eligible for this scheme?
Sir, ami online apply kore submit korechi kintu registation no. ta save korini tai ebr ki kore ki hobe doya kore ektu din
contact govt. digital point at gmail: karmakardigitalpoint@gmail.com
আমি ssy নাম নথিভুক্ত করেছি 2010 এ ও 1/08/2017 অবদি টাকা দেওয়া আছে কিন্ত তার পর আথিক কারনে অমি টাকা দিতে পারিনি,আমি আবার এই বইটি চালু করতে চাই কি করতে হবে যদি জনান খুব উপকৃত হয়
Spot on with this write-up, I actually think this amazing
site needs a great deal more attention. I’ll probably be returning to read
through more, thanks for the advice!
Can you tell me what platform are you making use of on this
internet site?
I can’t understand your question , please tell me clearly .
I am genuinely thankful to the owner of this website who has shared this impressive piece
of writing at here.
AMAR SASPFUW TE ACCOUNT AACHE, KINTU RESIDENTIAL ADDRESS CHANGE HOECHE, EKHON KI BHABE ADDRESS CHANGE KORTE HOBE?
apni saspfuw er address change korar jannya office e giyea application karun.
If any student stading in BSc nursing .And her parents have ssy card, how much scholarship will get she ? Is Bsc nursing student are treated as a medical student ?
আপনি অনলাইন আবেদন করার সময় সব বুঝতে পড়বেন , এখন অনলাইন আবেদন হওয়ার ফলে , বেনিফিটের এমাউন্ট গুলো অটোমেটিক সেট হয়ে যায়। https://youtu.be/fn2I9gSafP4
Sir Amar Ssin ar password box a dob,epic no , Password bola likhla invalid user ID and password dekha Cha and forgot password korla password generated successfuly dekha Cha but kothy password patha Cha Ami bujtei parchi na to Ami password ta ki Kora recovery korbo???
Please sir reply me??
Khubei valo laglo ei samajik surakkha jogonatake.jodi bastove rupaito hoy tahole khubei valo.
SIR ONLINE APPLICATION SUBMIT KORAR POR APPLICATION FORM TI DOWNLOAD KORAR POR KOTHAI FORM TI JOMA KORBO.NA KICHUI KORAR DORKAR NEI.SIR JODI EKTU BOLEN. AMAR THIKANA, PURBA BARDHAMAN,BURDWAN MUNICIPALITY.
amar akti ssy education benifit er jonne apply kri kintu oti send back korecha inspector. ami vocational a pori bt form fill up a iti kore diacha sei jnne 6000 taka claim amount hoagacha. kintu ora bolecha 5000 taka debe jehetu ami voactional a pori. kintu online form to r nxt time generate hocha na tbe ami online form ta kivbe upload korbo? plsss janan aktu khub problem a porechi
dekhun ssy er website e kichu kichu problem ache , dhire dhire solve hocche , apni apnar problem ta office e giyea balun.
Online er kharoch t debe k? Jeta sarkarer pokho theke kora uchit chilo
Asole manuses pase thakar naame dhappa baji , baasa korche
Ami kivabe ssy er from no 1 ta puron korbo..ami ssyn no generated hoye geche..kintu from 1 ta kake diye korate hobw seta bolle vlo hoy…okane from e ekta application nk chaiche seta konta…plz jodi ektu help koren..apnar what app no ta pele khusi hotam.
ssin number aache login hachhe na
এক নং ফর্ম পূরণ করার পর ম্যসেস আসছে।some error occurd.. কি করব?
এক নং ফর্ম পূরণ করার পর ম্যসেস আসছে।ssy.wblabour.gov.in says-some error occurd.. কি করব?
আমি ssy নাম নথিভুক্ত করেছি 2010 এ ও 1/08/2017 অবদি টাকা দেওয়া আছে কিন্ত তার পর আথিক কারনে অমি টাকা দিতে পারিনি,আমি আবার এই বইটি চালু করতে চাই কি করতে হবে যদি জনান খুব উপকৃত হয়
আপনি সরকারি অফিসে যোগাযোগ করুন। এই বিষয়েও উনারাই আপনাকে সাহায্য করতে পারবেন।
SIR GOOD EVENING,
SIR SSY ONLINE PORTAL A D.O.B NICHA NA ,SIR UPNI JODI AKTU BOLADAN -AMI KHUB UPKRITA HOTAM.
dob er format ta thik kore din.
আমি চাষবাস করি,আমি কি আবেদন করতে পারব।
portal e dekhun sob pesa er list ache .
ssy from kothay pabo . signeture kake dia korabo and income cirtificat lagbe?ar ki ki dokument lagbe?
ei post ei to abedoner form deowa ache. r form e je designation gulo ache , unader diyea sign korate hobe.